হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা কী?
থাইরয়েড গ্রন্থি থেকে যখন বেশি পরিমাণ হরমোন বের হয়, তখন তাকে হাইপারথাইরয়েডিজম বলে। এটি এক ধরনের অটোইমিউন রোগ। হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৪৫তম পর্বে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা কীভাবে করেন?
উত্তর : বেশিরভাগ হাইপার ও হাইপোগুলো কিন্তু অটো ইমিউন। এটি হলো আপনার টিস্যুকে নিজেই চিনতে পারছে না। অটোইমিউন প্রক্রিয়া। হাইপার যদি হয়, এর তিন ধরনের চিকিৎসা রয়েছে। একটি হলো অ্যান্টিথাইরয়েড হরমোন, আরেকটি হলো সার্জারি, আরেকটি হলো রেডিও আয়োডিন দিয়ে অ্যাবলেশন করা। রোগীর বয়স ও সম্পূর্ণ স্টেটাসের ওপর ভিত্তি করে আমরা এগুলো ঠিক করি।
তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যান্টিথাইরয়েড ওষুধ দিয়ে চেষ্টা করি। চিকিৎসাটা অনেকদিন চলে। অনেক সময় এক থেকে দেড় বছর পর্যন্ত খেতে হয়।