হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা কীভাবে করা হয়?
আমাদের দেহের থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম বের হলে একে হাইপোথাইরয়েডিজম বলে। হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা কীভাবে করা হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৪৫তম পর্বে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আপনারা কীভাবে চিকিৎসা করেন?
উত্তর : হাইপোর ক্ষেত্রে খুব সহজ একটি চিকিৎসা করা হয়। আপনাকে কেবল সারা জীবন চিকিৎসা নিতে হবে। প্রথমে কাউন্সেলিং করে আমরা দেখে নিই সে হাইপার, নাকি হাইপো। কাউন্সেলিং করতে হবে, তাকে কীভাবে ওষুধ খেতে হবে, এ বিষয়টি শিখিয়ে দিতে হবে। ওষুধটা কখন খেতে হবে, সেটি বলে দিতে হবে। তাকে প্রেরণা দিতে হবে। তার ডোজটা সমন্বয় করতে হবে।
তবে সবার যে একই ধরনের চিকিৎসা দেব, তা নয়। যখন স্ট্যাটাসটা ঠিক হয়ে যায়, তখন আমরা বলি, প্রতি চার থেকে ছয় মাস পর পর আপনারা আমাদের দেখিয়ে যান।