হাইপোথাইরয়েডিজমের রোগীর সুস্থতায় করণীয়
দেহের থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম বের হলে একে হাইপোথাইরয়েডিজম বলে। সাধারণত এ ধরনের রোগীদের সুস্থ থাকতে হলে নিয়মিত ওষুধ সেবন করে যেতে হয়।
হাইপোথাইরয়েডিজমের রোগীর সুস্থতায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৪৫তম পর্বে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাইপোথাইরয়েডিজমের বিষয়ে সারা জীব্ন ভালো থাকতে চাইলে কী করবে?
উত্তর : হাইপোথাইরয়েডিজমের বিষয়ে বলছি, আপনি ওষুধ নেবেন, ভালো থাকবেন। ওষুধ নেবেন না আপনি আবার আগের অবস্থায় চলে যাবেন। এটা খুব সহজ। হরমোনের রোগের মধ্যে আমি তো মনে করি এটি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করা যায়। শুধু আপনাকে মনে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠে খালি পেটে ওষুধ খেতে হবে। আপনার চিকিৎসকের পরামর্শ নিন।
আর হাইপারের বিষয়ে অনেক সময় আমরা অ্যান্টিথাইরয়েড ওষুধ দিচ্ছি। যখন এটি কাজ করে না, তখন আমরা সিদ্ধান্ত নেব যে সার্জারিতে যাব, না কি রেডিও আয়োডিন দিয়ে তার গ্রন্থিকে নষ্ট করে দেব।
প্রশ্ন : সার্জারি পরবর্তী অবস্থাতে কি রোগী একেবারে ঠিক হয়ে যায়?
উত্তর : সার্জারির পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো,এটি রোগীর মধ্যে কিন্তু হাইপোথাইরয়েডিজম তৈরি হয়। তখন কিন্তু আপনাকে আবার রিপ্লেসমেন্ট নিতে হবে।