দুশ্চিন্তার সঙ্গে কি রক্তচাপ বাড়ার সম্পর্ক রয়েছে?

Looks like you've blocked notifications!
মানসিক চাপ বা দুশ্চিন্তা বাড়লে রক্তচাপ বাড়ে। ছবি : সংগৃহীত

দুশ্চিন্তা বা মানসিক চাপ বর্তমানে বেশ প্রচলিত বিষয়। মানসিক চাপ বাড়ার সঙ্গে রক্তচাপ বাড়ার একটি সম্পর্ক রয়েছে, এমনটাই মত বিশেষজ্ঞদের। 

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৫৪তম পর্বে কথা বলেছেন ডা. এইচ এন সরকার। বর্তমানে তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : দুশ্চিন্তা বা মানসিক চাপ বাড়ার সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক কী?

উত্তর : মানসিক চাপ বা দুশ্চিন্তা বাড়লে রক্তচাপ বাড়ে। ওই সময় রক্তচাপ মাপলে বেশি পাওয়া যায়। তবে একে আমরা উচ্চ রক্তচাপ বলি না। এখানে রক্তচাপ নির্ণয়ে একটি জটিলতা রয়েছে। হঠাৎ করে কেউ ডাক্তারের চেম্বারে এসেছে। প্রেশার মেপে একটু বেশি পেল, সে কিন্তু উচ্চ রক্তচাপের রোগী নয়।

মানসিক দুশ্চিন্তায় রক্তচাপ বাড়ে, এটি কিন্তু সাময়িক। আবার শিথিল হওয়ার পরে ওই প্রেশারটা কমে আসে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে বলা হয়েছে, এটি ধারাবাহিকভাবে থাকতে হবে। অনবরত স্বাভাবিক রক্তচাপের তুলনায় একটু বেশি রক্তচাপ থাকতে হবে। একটি রিডিং দিয়েই উচ্চ রক্তচাপ নির্ণয় করা যাবে না।