পিত্তথলির পাথর নির্ণয়ের পরীক্ষা কী?

Looks like you've blocked notifications!
পিত্তথলির পাথর নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। ছবি : সংগৃহীত

পিত্তথলির পাথরের সমস্যায় অনেকেই ভোগেন। বিশেষ করে নারীদের এ পাথর বেশি হয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পিত্তর বিভিন্ন উপাদানের কম-বেশি হওয়া ইত্যাদি পিত্তথলির পাথরের কারণ। জ্বর, বমি, ওপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা ইত্যাদি এ সমস্যার লক্ষণ।

পিত্তথলির পাথরের নির্ণয়ে কী পরীক্ষা করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৫৯তম পর্বে কথা বলেছেন ডা. সালমা ইয়াসমীন চৌধুরী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পিত্তথলির পাথর নির্ণয়ে কী পরীক্ষা করেন?

উত্তর : পিত্তথলির পাথর রয়েছে কি না, এটি বোঝার জন্য খুব সহজ একটি পরীক্ষা করলেই হয়। আর এটি হলো আল্ট্রাসোনোগ্রাফি। পেটের আল্ট্রাসোনোগ্রাফি করলে বেশিরভাগ ক্ষেত্রেই এ পাথর নির্ণয় করা যায়। পাথরটা কতটুকু রয়েছে, কতগুলো পাথর রয়েছে- সব বিষয় এ পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। তাই পেটে পিত্তথলির পাথরের লক্ষণ দেখলে আল্ট্রাসোনোগ্রাফি করে নিশ্চিত হন সমস্যাটি কী, এ বিষয়ে।