হাড় ক্ষয় কোন বয়সে বেশি হয়?

Looks like you've blocked notifications!
হাড়ের ক্ষয়রোগের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন অধ্যাপক ডা. সৈয়দ সহিদুল ইসলাম ও ডা. সাখাওয়াৎ হোসেন। ছবি : এনটিভি

হাড় ক্ষয় একটি প্রচলিত সমস্যা। কোন বয়সে সাধারণত এ সমস্যা বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৬৪তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ সহিদুল ইসলাম।

বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের একাডেমিক পরিচালক হিসেবে কর্মরত।

প্রশ্ন : হাড়ের ক্ষয়রোগ হওয়ার ক্ষেত্রে কি বিশেষ কোনো বয়স রয়েছে?

উত্তর : অবশ্যই, হাড়ের ক্ষয়রোগ সাধারণত প্রবীণ লোকেদের হয়। বয়সটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পুরুষদের জন্য বয়স এক রকম, নারীর জন্য বয়স আরেক রকম। নারীদের সাধারণত যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, আমরা যাকে বলি মেনোপজ, এর পর থেকে হাড়ের ক্ষয়রোগটা শুরু হয়। পঞ্চাশোর্ধ্ব পুরুষের ক্ষয়রোগ শুরু হয়, তবে বেশিরভাগ হয় ষাট বছরের পরে।