নবজাতকের শ্বাসকষ্টের কারণ কী?

Looks like you've blocked notifications!
হার্টের সমস্যা থাকলে অনেক সময় নবজাতকের শ্বাসকষ্ট হতে পারে। ছবি : সংগৃহীত

জন্মের পর অনেক শিশুরই শ্বাসকষ্ট হয়। নবজাতকের শ্বাসকষ্টের কারণ কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. আহমেদ নাজমুল আনাম।

বর্তমানে তিনি ফরাজী হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৮১তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : কী কী কারণে সাধারণত এ শ্বাসকষ্ট হয়?

উত্তর : নবজাতকের যে শ্বাসকষ্ট, একে আমরা বলি পেরিনেটাল অ্যাসপেসিয়া। গর্ভাবস্থা থেকে শুরু করে জন্মের পর সাত দিন পর্যন্ত কারণ নির্ণয়ের জন্য সময়টিকে ধরি। তাহলে বুঝতেই পারছেন মায়ের যদি নির্দিষ্ট কোনো রোগ থাকে, যেমন—অ্যাজমা, র‍্যাশ, ইউরিনে ইনফেকশন তাহলে বাচ্চার পরবর্তীকালে সমস্যা হতে পারে।

বাচ্চার নিজস্ব অনেক সমস্যার কারণে হতে পারে। বাচ্চার হার্টে কোনো সমস্যা রয়েছে কি না, বাচ্চার ফুসফুস তৈরি হয়েছে কি না, বাচ্চার জন্মগত হার্নিয়া রয়েছে কি না, তার খাদ্যনালি বা শ্বাসনালি ঠিকমতো তৈরি হয়েছে কি না, এ রকম অনেক কারণে বাচ্চার জন্মের পর পর শ্বাসকষ্ট হতে পারে।