চোখের নিচে কালো দাগ কেন পড়ে?
অনেকেরই চোখের নিচে কালো দাগের সমস্যা হয়। এটি সৌন্দর্যহানি ঘটায়। চোখের নিচে কালো দাগের কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২০তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল-এর ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চোখের নিচে কালো দাগ কেন পড়ে?
উত্তর : ৮০ ভাগ রোগীর চোখের নিচের কালো দাগের কারণ অনিদ্রা। গুণগত ঘুমের অভাব। এ ছাড়া অ্যালার্জির সমস্যাও থাকতে পারে। কোনো পণ্য বা কসমেটিকস ব্যবহারের কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। পুষ্টির অভাব, আয়রনের ঘাটতির কারণেও চোখের নিচে কালো দাগ পড়তে পারে।