টুথপিকে কি দাঁত ফাঁকা হবে?
দাঁত পরিষ্কারের জন্য টুথপিক ব্যবহার করা হয়। অনেকের ধারণা, টুথপিক ব্যবহার করলে দাঁত ফাঁকা হয়ে যায়। ধারণাটি কি সঠিক?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২৪তম পর্বে কথা বলেছেন ডা. আজম খান। বর্তমানে তিনি বনানী ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রাশ করার পাশাপাশি ডেন্টাল ফ্লস, মাউথওয়াশ এসবের কোনো গুরুত্ব রয়েছে কি?
উত্তর : এখনো আমরা যেহেতু ডেন্টিসট্রিটাকে একদম গোড়া পর্যন্ত নিয়ে যেতে পারিনি, অনেকের ধারণা, আমি যদি টুথপিক ব্যবহার করি, তাহলে দাঁত ফাঁক হয়ে যাবে। তবে এটা ঠিক নয়। কারণ, টুথপিক করে যদি আমি দাঁতকে পরিষ্কার রাখি এবং ডেন্টাল ফ্লস ব্যবহার করে যদি পরিষ্কার রাখি, তাহলে ফাঁক যদি থাকে উল্টো বন্ধ হবে।
কিন্তু অনেকের ধারণা যে টুথপিক ব্যবহার করলে দাঁত ফাঁক হয়ে যাবে। টুথপিক ও ডেন্টাল ফ্লস ব্যবহার করাটা খুবই জরুরি। টুথপিক জরুরি ওরাল হাইজিন ঠিক রাখার জন্য। এখন আমাদের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে ইন্ট্রাডেন্টাল ব্রাশ পাওয়া যায়। এ ব্রাশ দিয়ে যদি দুই দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করা যায়, তাহলে আপনি যেটি বললেন, জিনজিভাইটিস হবে না, পেরিওডনটাইটিস হবে না। ক্যালকুলাস যদি পরিষ্কার করে রেখে, ইন্ট্রাডেন্টাল ব্রাশ, টুথপিক, ডেন্টাল ফ্লস যদি ব্যবহার করা যায়, তাহলে ক্যালকুলাস জমা হবে না, জিনজিভাইটিস হবে না।
আর লবণ গরম পানির কুলকুচি মাউথওয়াশের মধ্যে কার্যকর এবং আরামদায়ক।