Beta

পলিসিস্টিক ওভারি বিষয়টি কী?

৩০ আগস্ট ২০১৯, ১৫:২৪

ফিচার ডেস্ক
পলিসিস্টিক ওভারির বিষয়ে কথা বলেছেন ডা. রুখসানা পারভীন। ছবি : এনটিভি

পলিসিস্টিক ওভারি নারী শরীরের একটি রোগ। পলিসিস্টিক ওভারি বিষয়টি কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩০তম পর্বে কথা বলেছেন ডা. রুখসানা পারভীন।

বর্তমানে তিনি ২৫০ শয্যা টিবি হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পলিসিস্টিক ওভারি বিষয়টি কী?

উত্তর : পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে আমরা সংক্ষেপে পিসিওস বলি। আসলে নামেই বোঝা যাচ্ছে যে অনেকগুলো সিস্ট। অর্থাৎ মেয়েদের গর্ভাশয়ে অনেক ছোট ছোট সিস্ট তৈরি হয়। এই সিস্ট তৈরি হওয়ার কারণে কিছু উপসর্গ দেখা দেয়। এই উপসর্গের সমষ্টিকে আমরা একসঙ্গে বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সিস্ট বিষয়টি কী? এটি হলো, একটি পানির থলির মতো। চারপাশে একটি পর্দার মতো থাকবে, মাঝখানে তরল পদার্থ থাকবে।

Advertisement