কোলেস্টেরল বাড়ায় যে ১০ খাবার

Looks like you've blocked notifications!

দুই ধরনের কোলেস্টেরল আছে। একটি লো ডেনসিটি লাইপো প্রোটিন (এলডিএল), আরেকটি হাইডেনসিটি লাইপো প্রোটিন (এইচডিএল)। এলডিএল ধমনির দেয়ালে ক্ষতিকর প্লাক তৈরিতে সাহায্য করে, এ জন্য এটি খারাপ কোলেস্টেরল বলে পরিচিত। আর এইচডিএল ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এলডিএল কোলেস্টেরলকে সরিয়ে দিতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এ জন্য এটি ভালো কোলেস্টেরল বলে পরিচিত। কিছু খাবার রয়েছে, যেগুলো শরীরে বাজে কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। সুস্বাস্থ্যের জন্য এই খাবারগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট ওয়ান্ডারলিস্ট জানিয়েছে এই খাবারগুলোর নাম। নামগুলো জানতে ওপরের গ্যালারিতে ক্লিক করুন।