ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নারীর বেশি হয় কেন?

Looks like you've blocked notifications!
ইউরিনারী ট্র্যাক্ট ইনফেকশন নারীর বেশি হয়। ছবি : সংগৃহীত

কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত অংশকে ইউরিনারি ট্র্যাক্ট বলে। এ ট্র্যাক্টের সংক্রমণকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। সাধারণত এ সমস্যা নারীর বেশি হয়। তবে কেন?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৪৩তম পর্বে কথা বলেছেন ডা. মসরোজ সেলিনা। বর্তমানে তিনি প্রাভা হেলথ ফ্যামিলি ডক্টরস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্যামিলি মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : এটা কি বেশিরভাগ ক্ষেত্রে নারীর হয়? না কি নারী, পুরুষ উভয়েরই হতে পারে?

উত্তর : এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীদেরই হয়ে থাকে। পুরুষদের অনেক কম হয়।

প্রশ্ন : এর কারণ কী?

উত্তর : বিশেষ কারণ হলো নারী শরীরের গঠন। ইউরেথ্রার  অংশটা ছোট। যেহেতু ছোট, এ কারণে ব্যাকটেরিয়া বা যেকোনো সংক্রমণ খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে। এ কারণে নারীরা এটাতে খুব বেশি ভোগে।