ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পুনরায় হলে কী করবেন?
দেহের কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত অংশকে ইউরিনারি ট্র্যাক্ট বলে। এই ট্র্যাক্টের সংক্রমণই হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অনেক সময় এ সংক্রমণ বারবার হতে পারে।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হলে করণীয় কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৪৩তম পর্বে কথা বলেছেন ডা. মসরোজ সেলিনা। বর্তমানে তিনি প্রাভা হেলথ ফ্যামিলি ডক্টরস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্যামিলি মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে পরামর্শ কী?
উত্তর : প্রথমত, এই জিনিসটা বারবার হতে পারে। যদি আমার ঠিকমতো চিকিৎসা না হয়। এটি এক নম্বর। দুই নম্বর হলো কেন হচ্ছে? এটি তো আগে বের করতে হবে। আগেই বললাম, নারীদের ক্ষেত্রে আমরা বারবার সংক্রমিত হতেই পারি। আর একটি বিষয় রয়েছে, সেক্সুয়ালি অ্যাকটিভ নারীদের এটি বেশি হয়। তার জন্মনিয়ন্ত্রক ইতিহাসের সঙ্গে আবার এর সংযোগ রয়েছে। আবার এমনও হতে পারে যে জন্মগতভাবেই তার প্যাসেজে একটা ত্রুটি নিয়ে আসছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রেনাল পাথর যদি থাকে, তখন প্রস্রাব আটকে যাচ্ছে। আটকে যাওয়ার কারণে কী হচ্ছে? জীবাণুগুলো রয়ে যাচ্ছে। যেহেতু জীবাণু বৃদ্ধি হচ্ছে, তাই বারবার সংক্রমণ হচ্ছে।
ছেলেদের ক্ষেত্রে আরেকটি বিষয় হয়, যদি তাদের প্রোস্টেট বড় থাকে, সে ক্ষেত্রে তাদেরও ইউরিনারি ইনফেকশনটা হতে পারে। তার কেন বারবার হচ্ছে, এ কারণ বের করেই আমরা চিকিৎসা দিই।
এরপরও আমরা যেটি করতে পারি, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে পারি। আরেকটি বিষয় হলো, যদি দেখি বছরে ছয়বার হলো, তাহলে কালচার করে আমরা সিস্টোস্কোপি করি। আমরা ক্যামেরা দিয়ে দেখি ইউরেথ্রা ও ব্লাডারের কোনো জায়গায় কোনো অসুবিধা রয়েছে কি না। প্রথমে আসলেই কিন্তু আমরা সিস্টোস্কোপি কখনো প্ল্যান করব না।