ইউটিআইর চিকিৎসা না হলে জটিলতা কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/15/photo-1568526996.jpg)
ইউটিআই থেকে হতে পারে একিউট পাইলো নেফ্রাইটিস। ছবি : সংগৃহীত
কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত অংশকে ইউরিনারি ট্র্যাক্ট বলে। এ ট্র্যাক্টের সংক্রমণকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। এ সংক্রমণের সঠিক চিকিৎসা না হলে জটিলতা কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৪৩তম পর্বে কথা বলেছেন ডা. মসরোজ সেলিনা। বর্তমানে তিনি প্রাভা হেলথ ফ্যামিলি ডক্টরস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্যামিলি মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইউটিআইর চিকিৎসা ঠিকমতো না হলে কী করবেন?
উত্তর : রোগীকে এ ক্ষেত্রে পরামর্শ দিতে হবে, বোঝাতে হবে। যখনই নিচে সমস্যা হচ্ছে, ওপরের দিকেও চলে যাওয়ার আশঙ্কা থাকছে। আমার কিডনি সংক্রমিত হচ্ছে, একিউট পাইলো নেফ্রাইটিস থেকে, তখন একিউট কিডনি ইনজুরি হতে পারে। এর থেকে খারাপ কী হতে পারে? আমার সেপসিস হয়ে যেতে পারে।