শ্বেতী রোগ হয়েছে, কীভাবে বুঝবেন?

শ্বেতী রোগে শরীরে সাদা সাদা প্যাঁচ দেখা যায়। আমাদের শরীরের মেলানোসাইট যখন পিগমেন্টেশন তৈরি করা বন্ধ করে দেয়, তখন সেই জায়গাটা সাদা হয়ে যায়। একে শ্বেতী বলে।
শ্বেতী রোগ হয়েছে, কীভাবে বোঝা যাবে—এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫০৭তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শ্বেতী রোগ হয়েছে, কীভাবে বোঝা যাবে?
উত্তর : শ্বেতী ছাড়াও কিছু ফাঙাল ইনফেকশনে ত্বক সাদা হয়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের মুখে এটি খুব হয়। এমনি এমনি হয়, এমনিতেই চলে যায়। কারো কারো ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে। লিউকোডার্মা একটি বিষয় রয়েছে, যেখানেও একটি সাদা জিনিস দেখা যায়। এ ছাড়া রয়েছে কনটাক্ট ডার্মাটাইটিসে। অর্থাৎ প্রদাহ হলো, কোনো একটি সংক্রমণে পরে আস্তে আস্তে জায়গার রংটা নষ্ট হয়ে গেল। এটি খুব সহজেই একজন ডার্মাটোলজিস্ট নির্ণয় করতে পারেন। উডস ল্যাম্প এক্সামিনেশন বলে একটি বিষয় রয়েছে।
একটি অন্ধকার রুমে নিয়ে যায়, একটি বিশেষ ধরনের আলো ধরলে যদি সেটি শ্বেতী হয়, হাতির দাঁত যেটি এর মতো একটি রং দেবে। অন্যান্য রোগে সে রকম রং কখনো দেবে না।
প্রশ্ন : অন্য অনেক রোগেই তো ত্বক সাদা হয়ে যায়। সে ক্ষেত্রে কি এর সঙ্গে কোনো তারতম্য রয়েছে?
উত্তর : আসলে আমার মনে হয়, সঠিক রোগ নির্ণয় জরুরি। এ জন্য একজন ত্বক বিশেষজ্ঞ উডস ল্যাম্প করে তাকে নিশ্চিত করতে পারবে। আর সাদার তারতম্য যদি আমরা বলি, শ্বেতীর রং হবে একেবারেই সাদা। চকি হোয়াইট বা আইভরি রঙের সাদা। অন্যগুলোর রং একটু কম হবে। হালকা সাদা বা অফহোয়াইট এ রকম রং দেবে।