কোন ধরনের রক্তস্বল্পতা বেশি হয়?

Looks like you've blocked notifications!
রক্তস্বল্পতা সবচেয়ে বেশি হয় আয়রনের ঘাটতি থেকে। ছবি : সংগৃহীত

রক্তস্বল্পতা বিভিন্ন কারণে হয়। এর মধ্যে রয়েছে, আয়রনের ঘাটতি, অপুষ্টি, পাইলসের কারণে রক্তক্ষরণ সমস্যা ইত্যাদি। 

কোন ধরনের রক্ত স্বল্পতা বেশি হয়, এ বিষয়ে কথা বলেছেন ডা. গুলজার হোসেন। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউটের হেমাটলজি বিভাগে রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের   ৩৫৫৯তম পর্বে সাক্ষাতকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : কোন ধরনের রক্তস্বল্পতা নিয়ে রোগীরা আপনাদের কাছে সবচেয়ে বেশি আসে?

উত্তর : সবচেয়ে বেশি আসে আসলে আয়রনের ঘাটতি নিয়ে। বলা হয়ে থাকে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে সাধারণত ৩০ থেকে ৪০ ভাগ মানুষ, আয়রনের ঘাটতি জনিত রক্তস্বল্পতায় ভোগে। এর মানে এটি যথেষ্ট প্রচলিত একটি সমস্যা।

গর্ভাবস্থায় এটি খুব প্রচলিত ও গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় দেখা যায়, সন্তান আসার কারণে বাড়তি ঝুঁকি বাড়ে। সেই অনুযায়ী যদি সরবরাহ না হয়, তাহলে দেখা যায়, রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতি হচ্ছে।