রক্তস্বল্পতা রোধে পরামর্শ কী?

Looks like you've blocked notifications!
রক্তস্বল্পতার বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডা. গুলজার হোসেন উজ্জ্বল। ছবি : সংগৃহীত

আয়রনের ঘাটতির কারণে অনেক সময় রক্তস্বল্পতা হয়। এ ছাড়া  অপুষ্টি, পাইলসের কারণে রক্তক্ষরণের জন্যও রক্তস্বল্পতা হতে পারে। রক্তস্বল্পতা রোধে পরামর্শ দিয়েছেন ডা. গুলজার হোসেন। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের হেমাটলজি বিভাগে রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের   ৩৫৫৯তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।     

প্রশ্ন : রক্তস্বল্পতা রোধে আপনার পরামর্শ কী থাকবে?

উত্তর : আমাদের দেশে যেটি হয়ে থাকে যে রক্তশূন্যতা দেখলেই, প্রথম সহজ সমাধান হলো, তাকে রক্ত দিয়ে দেওয়া। এটা খুব বেশি হয়। আমাদের দেশে অধিকাংশ রক্তদান অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়। রক্তের হিমোগ্লোবিন যদি সাত পর্যন্ত থাকে, তাহলে কিন্তু রক্ত না দিলেও চলে। এমনকি সাত থেকে আট হিমোগ্লোবিন নিয়েও একজন রোগীর প্রসব পর্যন্ত করা যেতে পারে।

হিমোগ্লোবিন দেখে আগে পর্যবেক্ষণ করতে হবে, রক্তস্বল্পতার কারণ কী। যদি আয়রনের ঘাটতির কারণে রক্তস্বল্পতা হয়, তাহলে আয়রন দিয়ে সেটি পূরণ করতে হবে। এক মাস আয়রন থেরাপি দিলেই কিন্তু আপনি দেখবেন, তার হিমোগ্লোবিন দুই থেকে তিন বেড়ে গেছে। এটি খুব জটিল প্রক্রিয়া এবং খুব ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। সবসময় রক্ত সঞ্চালন হলো জীবন বাঁচানোর অবস্থা।