পেপটিক আলসার বিষয়টি কী?
সাধারণত অন্ত্রনালির ঘাকে পেপটিক আলসার বলে। পেপটিক আলসারের সমস্যায় অনেকেই ভোগেন। একে গ্যাসট্রিকের ব্যথাও বলে থাকেন অনেকে।
পেপটিক আলসারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৭৮তম পর্বে কথা বলেছেন ডা. এইচ এ এম নাজমুল আহসান। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পেপটিক আলসার রোগটি কী? কোন জায়গার ঘাকে পেপটিক আলসার বলে?
উত্তর : সাধারণ মানুষ আসলে একে গ্যাসট্রিক হিসেবে জানে। আলসার বলতে আমরা একটি ক্ষত বুঝি। ত্বকের ওপর একটি ক্ষত হলে, এটিও কিন্তু আলসার। অন্ত্রনালির পাঁচটি জায়গার যেকোনো জায়গায় ক্ষত হলে, একে এক সঙ্গে পেপটিক আলসার ডিজিজেজ বলে। তবে এর মধ্যে সবচেয়ে প্রচলিত হলো, পাকস্থলীর পরে যে ডিওডেনাম অংশ, সেখানকার আলসার। এরপর রয়েছে পাকস্থলী। এই দুটো জায়গায় ক্ষতটা সবচেয়ে বেশি হয়। কিন্তু সাধারণ মানুষ একে গ্যাসট্রিক হিসেবে জানে।