ছোট শিশু বমি করলে কী করবেন?
শিশু বমি করলে মা-বাবারা চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন কারণে শিশু বমি করে। এর মধ্যে রয়েছে বেশি খাওয়া, গ্যাসট্রোএনট্রাইটিস, ইসোফেগাল রিফ্লাক্স ইত্যাদি।
ছোট শিশু বমি করলে করণীয় কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৮২তম পর্বে কথা বলেছেন ডা. নাজমুন নাহার। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালে নবজাতক ও শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বমি করলে করণীয় কী?
উত্তর : বমি করলে শিশুটি পানিশূন্য হয়ে যায়। পানিশূন্যতা থেকে অনেক ঝুঁকি হতে পারে। পানিশূন্যতা মায়েরা কীভাবে বুঝবে? যখনই শিশুটি খুব বিরক্ত হয়ে যাবে, অথবা বারে বারে সে পানি পান করতে চাইবে অথবা নিস্তেজ হয়ে যাবে, অথবা স্বাভাবিক মাত্রার তুলনায় প্রস্রাব কমে যাবে, প্রস্রাবের রং গাঢ় হয়ে যাবে, এ ছাড়া জ্বর এসেছে, খিঁচুনি হচ্ছে, এ রকম হলে বুঝতে হবে তার পানিশূন্যতা হয়ে গেছে। এ রকম হতে দেওয়া যাবে না। সেজন্য মাকে সচেতন হতে হবে। এ রকম হলে খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। দুই থেকে তিন বার বমি করলেই বলা হয়, তাকে খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। অনেক সময় দেখা যায়, খাবার স্যালাইন দিলে সে সেটিও রাখতে পারে না। তখন অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি শিশুটি স্তন পান করে, তাহলে বুকের দুধ খাওয়ানো নিয়মিত করতে হবে। বমি করার পর পরই সেটি দেওয়া যাবে না। একটু অপেক্ষা করতে হবে, অন্তত ১০ থেকে ১৫ মিনিট। এরপর তাকে খাওয়াতে হবে।