ক্যানসার চিকিৎসায় বিনামূল্যে পরামর্শ

Looks like you've blocked notifications!

ক্যানসার ও সেটার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে পরামর্শ প্রদান কর্মসূচি শুরু করেছে অ্যাপোলো হাসপাতাল ঢাকা। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কর্মসূচি। এটি শুরু হয়েছে ৪ ফেব্রুয়ারি থেকে। 

বিনামূল্যে পরামর্শ গ্রহণের জন্য অ্যাপোলো হাসপাতাল ঢাকায় ১২০ জন তাঁদের নাম নিবন্ধন করেন।

গত ৪ ফেব্রুয়ারি অ্যাপোলো হাসপাতালে ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে, ক্যানসার প্রতিকার, নির্ণয় ও চিকিৎসার জন্য উৎসাহিত করতে বিশ্ব ক্যানসার দিবস উদযাপন করা হয়।

অ্যাপোলো হাসপাতাল ঢাকার সিইও আর বাসিল বলেন, ‘ক্যানসার প্রতিকারযোগ্য ও আরোগ্যসাধ্য, যদি সঠিক সময়ে তা নির্ণয় করা যায়।’ 

হাসপাতালটি খুব শিগগির বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার ও ক্যানসার প্রতিকার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি।