ত্বকে শুষ্কতা কেন হয়?

Looks like you've blocked notifications!
বেশি ধুলেও কিন্তু হাত শুষ্ক হয়ে যায়। ছবি : সংগৃহীত

যদি আপনার ত্বক আঁটসাঁট মনে হয়, চুলকায় অথবা প্রদাহ হয়,  ত্বক ফেটে যায়—এর কারণ হয়তো শুষ্কতা। ‘রিডার্স ডাইজেস্ট’ জানিয়েছে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কিছু কারণের কথা এবং এ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে, সেই উপায়।

বেশি ধোয়া

অনেকে প্রচুর হাত ধোয়। এ কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন যে কাজ করার সময়, থালা-বাসন মাজার সময় হাতে গ্লাভস পরে নেওয়া ভালো। হাত ধোয়ার সময় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিসেপটিক সাবান এড়িয়ে যাবেন। হাত ধোয়ার পরপর হাতে ময়েশ্চারাইজার মাখুন।

বয়স

প্রবীণ বয়সে ত্বকের বেশি যত্ন প্রয়োজন হয়। কারণ, এ সময়টায় ত্বক শুষ্ক হয়ে পড়ে। এ সময় ত্বকে অ্যান্টিএজিং ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উপকার হবে। এটি ত্বকের বাইরের অংশকে সুরক্ষিত রাখবে।

ওষুধ

কিছু শক্তিশালী ব্রণ দূর করার ওষুধ ব্যবহারেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ত্বকের শুষ্কতা প্রতিরোধে সব সময় ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ত্বকের অন্যান্য সমস্যা

ঘরোয়া প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার পরও যদি আপনার ত্বক শুষ্কই থেকে যায় বা দীর্ঘদিন ধরে শুষ্ক থাকে, তাহলে হয়তো অ্যাকজিমা বা সোরিয়াসিস হওয়ার আশঙ্কা রয়েছে। এ রকম হলে চিকিৎসকের কাছে যান। অনেক ধরনের চিকিৎসা রয়েছে এসব ক্ষেত্রে। এটি ত্বক ভালো করতে সাহায্য করবে।