চোখে কেন ছানি পড়ে?

Looks like you've blocked notifications!

ছানি সাধারণত প্রবীণ বয়সের রোগ। ছানি ভালো করার জন্য অনেক আধুনিক চিকিৎসা বর্তমানে রয়েছে। এ নিয়ে এনটিভির ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩৪৯তম পর্বে কথা বলেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় জ্যেষ্ঠ পরামর্শক ডা. নাফিস আহমেদ চৌধুরী। 

প্রশ্ন : মানুষের চোখে ছানি পড়ে কেন?

উত্তর : মানুষের চোখে ছানি পড়ার অনেক কারণ রয়েছে। একটি হলো—ডিজেনারেটিভ। বয়সের কারণে লেন্সের কোয়ালিটি, গঠন পরিবর্তন হয়ে যায়।

দুই নম্বর হতে পারে—ডায়াবেটিস। এ ছাড়া চোখের ভেতরে যদি কোনো প্রদাহ হয়—আইরাইটিস, চোখে যদি কোনো ধরনের আঘাত লাগে অথবা আলট্রা ভায়োলেট রেডিয়েশন যদি হয়, অথবা কিছু কিছু ওষুধ রয়েছে, সেগুলোও ছানি তৈরি করে। যেমন : স্টেরয়েড, ডেক্সা মিথাসন এ ধরনের। ছানি বিভিন্ন কারণেই হতে পারে। তবে সবচেয়ে বেশি যেটি হয় সেটি হলো বয়সের কারণে। 

প্রশ্ন : সে ক্ষেত্রে সময়মতো চিকিৎসা করলে কি আগের দৃষ্টি ফিরিয়ে আনা যায়?

উত্তর : হ্যাঁ, ফিরিয়ে আনা যায়। এ জন্য সময়মতো চিকিৎসা দরকার। এখন ফ্যাকো ইমালসিফিকেশন সার্জারি বা ফ্যাকো সার্জারি বলে থাকি। এটি সেলাইবিহীন। রোগী অল্প কিছুদিনের মধ্যে কাজে ফিরে যেতে পারে এবং চোখের জটিলতা হয় না।