জরায়ু নিচের দিকে নেমে যাওয়ার লক্ষণ কী

অনেক সময় বিভিন্ন কারণে জরায়ু নিচের দিকে নেমে যায়। একে ইউটেরাল প্রলাপস বা পদ্মরোগও বলা হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪৪১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন দেলোয়ার হোসেন। তিনি গণবিশ্ববিদ্যালয়ের গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : জরায়ু নিচের দিকে নেমে গেলে কোন ধরনের লক্ষণ দেখা যায়? কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : যখন প্রলাপস প্রতীয়মান হয়, ভ্যাজাইনার মধ্যে ভারী কিছু অনুভূত হয়। তলপেটে ভারী ভারী লাগবে। আরেকটি বিষয়, কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়। এগুলো নিয়ে এলে আমরা তখন নির্ণয় করি, তার কোন ডিগ্রি প্রলাপস। এখন কী করণীয়? প্রথম পর্যায়ের প্রলাপস হলে বলি ঠিক আছে। আপনি ভারী জিনিস ওঠাবেন না। যদি দ্বিতীয় পর্যায়ের প্রলাপস হয় আর রোগী যদি তরুণ হয়, তার পারিবারিক জীবন যদি পূর্ণ না হয়, তখন আমরা একটি অস্ত্রোপচার করি। যতটুকু বের হয়েছে, একে কেটে ছোট করে ফেলি। এর পর আমরা তাকে পরামর্শ দিই। পরে বাচ্চা নিলে অ্যাবোরশন হয়ে যেতে পারে। তবে অ্যাবোরশনেরও একটি চিকিৎসা আছে। তখন আমরা একটি পদ্ধতিতে মুখকে বেঁধে দিই, যেন বাচ্চাটি পড়ে না যায়।
আর তৃতীয় পর্যায়ে হলে একে আমরা ফেলে দিতে পরামর্শ দিই।
প্রশ্ন : অনেকের অল্প বয়সে বিষয়টি হয়, এর কারণ কী?
উত্তর : আসলে অনেকের অল্প বয়সে হয়। ভারী কাজ করলে অনেক সময় অবিবাহিত মেয়েদেরও প্রলাপস হতে পারে। সুতরাং এ রকম সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন : সঠিক সময়ে চিকিৎসা না করলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে?
উত্তর : দ্বিতীয় পর্যায়ের প্রলাপসে চিকিৎসা করে দিলে ভালো হয়ে গেল। তার জটিলতাগুলো বলেছি, অ্যাবোরশন হতে পারে। আর তৃতীয় পর্যায়ে জটিলতা হয়ে অনেক কিছু হতে পারে। তখন আমরা দেখি, তার কী কারণে সমস্যা হচ্ছে। আমরা যে চিকিৎসা দিয়ে তার ভ্যাজাইনাকে বেঁধে দিয়েছি, এর সবটাই নিচে নেমে যেতে পারে। আর যদি হেমোরেজ হয়, রক্তপাত হয়, এটা সাধারণত হয় সংক্রমণের জন্য, এ জন্য আমরা ওষুধ দিয়ে দিই। তখন ভালো হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে ভ্যাজাইনা ছোট হয়ে যেতে পারে। স্বামীর সঙ্গে মেলামেশা করতে গেলে কোনো সমস্যা হতে পারে।
প্রশ্ন : এ সমস্যা প্রতিরোধের কি কোনো উপায় রয়েছে?
উত্তর : আসলে প্রলাপস ইউটেরাস অনেক সময় কনজেনিটালি হয়। ভারী কাজ করার জন্যও হয়। না হওয়ার একটি বিষয় হলো সন্তান যদি কম প্রসব করা যায়, যদি প্রসব হাসপাতালে করা যায়, তাহলে সমস্যা কমানো যায়।