মদ্যপানে বাড়ে লিভার সিরোসিসের ঝুকিঁ
লিভার সিরোসিস কেমন রোগ? উত্তরে বলা যায়, সাধারণত লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হলে এই রোগ হয় এবং এই ক্ষতি আর পূরণ হয় না। এর ফলে লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এই রোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। লিভারের টিস্যুগুলো মারা যায় একে একে। এতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এটি দেহের হরমোন, পুষ্টি ও টক্সিনকে প্রভাবিত করে। লিভারের প্রোটিন ও বিভিন্ন রাসায়নিক পদার্থকে ক্ষতিগ্রস্ত করে। হেপাটাইটিস সি, চর্বি সম্পন্ন লিভার (ফ্যাটি লিভার) ও অ্যালকোহোল গ্রহণের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং এগুলোকেই লিভার সিরোসিসের প্রধান কারণ হিসেবে ধরা হয়।
যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ করেন বা মদ্যপান করেন তাদের লিভার সিরোসিসের ঝুঁকি বাড়ে। সম্প্রতি অস্ট্রিয়ার ভেনিয়ায় দি ইন্টারন্যাশনাল লিভার কংগ্রেস ২০১৫-তে একটি গবষেণাপত্র উপস্থাপন করা হয়। এখানে বলা হয়, নিয়মিত অ্যালকোহল গ্রহণকারী নারী-পুরুষ উভয়েরই লিভার সিরোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এই তথ্য।
১৯৩ দেশের লোকদের মদ্যপানের ধরনের ওপর গবেষণা করে গবেষকরা লক্ষ্য করেন, অতিরিক্ত অ্যালকোহোল সেবন সারা বিশ্বেই লিভার সিরোসিসের একটি অন্যতম কারণ।
গবেষকরা বলেন, সারা বিশ্বেই এখন এই ধরনের রোগের সংখ্যা অনেক বেড়েছে। বিশ্বে অর্ধেকেরও বেশি লোকের সিরোসিস হওয়ার অন্যতম কারণ মদ্যপান। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ৬ শতাংশ মৃত্যুর কারণ অ্যালকোহল গ্রহণ। এর মধ্যে বেশির ভাগই মারা যায় লিভার সিরোসিসের কারণে।
ইউনির্ভাসিটি অব নর্থ ক্যারোলিনার গবেষক ইভা স্টেইন জানান, বেশির ভাগ দেশে অ্যালকোহোল গ্রহণের ফলে লিভার সিরোসিসের সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা এখন উদ্বেগজনক বিষয়ে পরিণত হয়েছে।
তাই মদ্যপানের অভ্যাস বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।