সর্দি-কাশি থাকলে কি টিকা দেওয়া যায়?

অনেক সময় শিশু অসুস্থ থাকলে বা সাধারণ সর্দি-কাশি থাকলে টিকা দিতে চান না অনেকে। বিষয়টি কি সঠিক?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৪৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সুবাস চন্দ্র সাহা। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : শিশুর টিকা দেওয়ার সময় সর্দি-কাশি হলে কী করবেন।
উত্তর : সেই ক্ষেত্রে টিকাদান কর্মসূচি কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আমাদের সমাজে একটি ধারণা আছে, সাধারণ সর্দি-কাশি, হাঁচিতে টিকা নেওয়া যাবে না। আবার অনেক সময় ওই রকম ক্ষেত্রে কিন্তু দেখেছি একজন স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে গেছে। শিশুর মা হয়তো গিয়ে বলছে আমার শিশুর ঠান্ডা সর্দি। স্বাস্থ্যকর্মী হয়তো একটু ধন্দে পড়ে গিয়ে বলছেন, ঠান্ডা-সর্দি হয়েছে, টিকা দেওয়া যাবে না। তুমি তোমার ডাক্তারকে দেখাও। কথাটি কিন্তু তাত্ত্বিক দিক থেকে ঠিক আছে।
গ্রাজুয়েট ডাক্তারের কাছে গিয়ে টিকা দিতে গেলে হয়তো এই টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হবে। সাধারণ ঠান্ডা কাশিতে টিকাদান বাধা দেওয়া দরকার নেই, কিন্তু আবার কিছু বিষয় আছে যেকোনো একটি বিষয় কিন্তু একটি ঘটনার পর হয়ে যেতে পারে। যাতে টিকাদান কর্মসূচি কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, সেই নীতিমালা হলো কোনো অসুস্থ শিশুকে টিকা দেওয়া যাবে না। তো ঠান্ডা সর্দি কাশি তো অসুস্থ বাচ্চাই।
এই জন্য বলা হয়েছে, কোনো কারণে যদি ঠান্ডা সর্দি বা কোনো অসুখ নিয়ে যদি একটি বাচ্চা টিকা দেয় এবং টিকা দেওয়ার পর যদি তার খারাপ কোনো পরিণত হয়, তাহলে সারা দেশে জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যদি কারো মনে কোনো ধন্দ থাকে, এই ক্ষেত্রে আমার মনে হয় সব পর্যায়ে জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক আছে। এমন হলে ডাক্তারকে দেখিয়ে নেওয়াই ভালো। এবং সাধারণ ঠান্ডা সর্দি-কাশিতে টিকা দেওয়া যাবে।