বাতের ব্যথা নিরাময়ে তামার তার বা চুড়ি কি কোনো কাজে আসে?

বাতের ব্যথা যাঁদের সমস্যা, তাঁদের অনেকেই হাতে তামার চুড়ি পরেন কিংবা আঙুলে তামার আংটি পরেন। এসব চুড়ি ও আংটি পরার উদ্দেশ্য হচ্ছে বাত সমস্যার সমাধান। আসলে কি তামার চুড়ি বা আংটিতে বাতের ব্যথা সেরে যায়?
এ বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর কথা হচ্ছে, বাতের ব্যথা নিরাময়ে এসব তামার চুড়ি বা আংটির কোনো ভূমিকা নেই। বাতের ব্যথার সমস্যা একটি জটিল সমস্যা। সম্পূর্ণ নিরাময়ের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসাও এর নেই।
তাই এ রোগ নিয়ে প্রতারণা অনেক। তবে যেসব খাবার রোগের উপসর্গকে আরো তীব্র করে, সেগুলো এড়িয়ে চললে রোগী কিছুটা ভালো থাকবে। এ ছাড়া অন্য সময় উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া যেতে পারে।
তবে তামার চুড়ি ও আংটি বা ইলেকট্রিক তামার তার ব্যবহারে এ রোগ ভালো হয় না। তামার চুড়ি ব্যবহারেই যদি এ রোগ সারত, তাহলে এই চিকিৎসা পদ্ধতি নোবেল প্রাইজ পেত। আসলে পুরোটাই অমূলক।