জরায়ু মুখের ক্যানসারের লক্ষণ ও উপসর্গ, ঝুঁকিতে কারা?
জরায়ুমুখের ক্যানসার বেশ প্রচলিত একটি ক্যানসার। জরায়ু দুটো অংশে বিভক্ত। প্রধান শরীর ও জরায়ুর মুখ।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে জরায়ু মুখের ক্যানসারের লক্ষণ ও উপসর্গ, ঝুঁকিতে কারা, এই বিষয়ে কথা বলেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আসমা রুমানাজ শহীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
জরায়ু মুখের ক্যানসার বলতে কোন অংশের ক্যানসার বুঝাচ্ছে, এক্ষেত্রে কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. আসমা রুমানাজ শহীদ বলেন, যদি জরায়ুকে দুটি ভাগ করি। এর মধ্যে অন্যতম হলো– ইউটেরাস বডি এন্ড সারভিক্স অর্থাৎ সারভাইকাল ক্যানসার। এটাকে বাংলায় বলা হয়–জরায়ু মুখের ক্যানসার।
জরায়ু মুখের ক্যানসার যখন সূত্রপাত হয়, সেখান থেকে ক্যানসার বিকাশ করতে অনেক লম্বা সময় লাগে। এটা যেমন আমাদের জন্য একটা ভালো দিক, এটা ১৫ থেকে ২০ বছর লেগে যায়। আমরা জানি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ক্যানসারটা হওয়ার জন্য ৯৯% দায়ী। তাই কারও যদি এই ভাইরাস দ্বারা সংক্রমণ হয় এবং সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে, দুই বছরের মধ্যে এই সংক্রমণ পরিষ্কার হয়ে যায়। তবে কারও যদি এই সংক্রমণ দীর্ঘস্থায়ী হয়, সেইক্ষেত্রে জরায়ু মুখের ক্যানসার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এটির আরেকটি খারাপ দিক হচ্ছে— প্রাথমিক পর্যায়ে এর কোনো উপসর্গ থাকে না। এটার জন্য বেশকিছু স্ক্রিনিং কার্যক্রম রয়েছে।
কারা সবচেয়ে এই সংক্রমণের ঝুঁকির মধ্যে আছেন বলে আপনারা দেখেছেন, আসলে এ বিষয়ে কি কি বলা আছে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. আসমা রুমানাজ শহীদ বলেন, যাদের নিম্ন সামাজিক অর্থনৈতিক অবস্থা, সেক্ষেত্রে বাল্যবিবাহ একটি বহুল প্রচলিত জিনিস। বাল্যবিবাহের কারণে খুব আগে সন্তান ধারণ করা বা কম বয়সে গর্ভধারণ করা, অনেক বেশি বাচ্চা হওয়া বা ঘন ঘন বাচ্চা প্রসব হয়। স্বামীর যদি একের অধিক বৈবাহিক সম্পর্ক থাকে, অনেক লম্বা সময় ধরে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করার ফলে এই সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। কারণ আমরা যখন প্রতিরোধের ব্যাপারে আসব, সেক্ষেত্রে কনডমটাও পরোক্ষভাবে এটি প্রতিরোধ করে। আর ধূমপান অর্থাৎ যে কোনো নেশা জাতীয় খাবার ও ভাইরাস দিয়ে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) সংক্রমণ হয়।
এইচপিভি সংক্রমণ শনাক্ত করার জন্য কি কি স্ক্রিনিং আছে, এই সম্পর্কে বিস্তারিত জানতে উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।