জেনে নিন লো ব্লাড প্রেসারের সাত লক্ষণ

Looks like you've blocked notifications!

সাধারণত উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার নিয়ে অনেক কথা শোনা যায়। এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনি ফেইলিউরের ঝুঁকি বাড়ায়। তবে লো প্রেসার বা কম রক্তচাপ নিয়ে কথা একটু কমই হয়। লো ব্লাড প্রেসারের আরেক নাম হাইপোটেনশন। রক্তচাপ ৯০/৬০ হলে বা এর আশপাশে থাকলে তাকে লো ব্লাড প্রেসার বলা হয়। এটিও শরীরের ক্ষতি করে।

লো ব্লাড প্রেসারের কিছু লক্ষণ জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

মাথা ঘোরা ও হালকা মাথাব্যথা লো ব্লাড প্রেসারের অন্যতম লক্ষণ।

লো প্রেসার কর্মক্ষমতাকে কমিয়ে দেয়। অনেক বেশি অবসন্ন লাগে তখন।

রক্তচাপ কমে গেলে দ্রুত হৃদস্পন্দনের সমস্যা হয়।

ঠান্ডা, আঠালো, ম্লান চামড়া রক্তচাপ কমে যাওয়ার আরেকটি লক্ষণ।

রক্তচাপ কমে গেলে মনোযোগের সমস্যা হয়।

এ সময় অযথা পানির পিপাসা লাগে।

দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া রক্তচাপ কমে যাওয়ার আরেকটি লক্ষণ। এই লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।