বিনামূল্যে পারিবারিক স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করল পিএসটিসি
উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি (ইউপিএইচসিএসডিপি) প্রকল্পের আওতায় পিএ-৬ প্রকল্প পরিচিতি ও বিনামূল্যে পারিবারিক স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পিএসটিসি’র নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীরর প্রান্তিক জনগোষ্ঠিীর স্বল্প ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউপিএইচসিএসডিপি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পিএসটিসি এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রান্তিক জনগোষ্ঠীর কয়েকজন প্রতিনিধির হাতে বিনামূল্যে পারিবারিক স্বাস্থ্যসেবা কার্ড বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।
রাজধানী ঢাকার উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিএইচসিএসডিপি পর্যায়-২ এর অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিএইচসিএসডিপি পর্যায়-২ এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রোগ্রাম ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংরক্ষিত আসন ৩৭,৪১,৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুন নাহার, ডিএনসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াসিমুল ইসলাম প্রমুখ।