বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তির আবেদন শুরু

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিং কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ১৮ মে রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন প্রবেশপত্র প্রিন্ট শুরু হবে ২১ মে সন্ধ্যা ৬টা থেকে ২৩ মে সকাল ৯টা পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে সকাল ১০টায় শহীদ আবু সাইদ কনভেনশন হলে এবং মৌখিক পরীক্ষা ২৬ মে থেকে ২৭ মে সকাল সাড়ে ৯টা পর্যন্ত।
এতে আরও বলা হয়েছে, প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৯ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া বিএসসি ইন নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ছয় মাস ইন্টার্নশিপ করতে হবে।
আবেদনের শর্তাবলি-
প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে ২০২১, ২০২২ সালে ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩, ২০২৪ সালে পরীক্ষায় উত্তীর্ণরাই শুধু আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স অবশ্যই ২২ বছরের কম হতে হবে। এতে উপজাতিদের জন্য পাঁচ শতাংশ আসন বরাদ্দ থাকবে।