উজ্জ্বল ত্বকের জন্য সকালে ৩টি উপাদান!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/17/morning-skin-care-freepik.jpg)
সকালবেলা সবারই ব্যস্ততা থাকে। কেউ অফিস, আবার কেউ বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে। তবে, এসব কাজের মধ্যেও ত্বকের যত্নের প্রতি সচেতন হতে হয় আপনাকে।
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঘুমন্ত ত্বককেও জাগিয়ে তুলতে হবে। মুখ ধুয়ে ফেলতে হবে সবার আগে। এতে আপনার ত্বকে থাকা অতিরিক্ত তেল, মৃত কোষ চলে যাবে। ত্বক পরিষ্কার করলে আপনি নিজেও চাঙ্গা অনুভব করবেন।
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মুখে লেবু ব্যবহার করলে প্রাকৃতিক আভা দেবে। এটি ট্যান অপসারণ করে। দাগ হালকা করতে সহায়তা করে। একইভাবে, ত্বক নরম করতে এবং টোন উজ্জ্বল করতে সকালে টমেটোর রস দিয়ে আপনার মুখ ম্যাসাজ করতে পারেন।
আপনার মুখে এই উপাদানগুলি প্রয়োগ করার আগে সর্বদা একটি প্যাচ পরীক্ষা করুন। কারণ, এগুলি অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। উজ্জ্বল ত্বক পেতে সকালে এই তিনটি উপাদান ব্যবহার করুন।
দুধ : সকালে আপনার মুখ উজ্জ্বল করতে ঠাণ্ডা দুধ দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনি নরম এবং কোমল বোধ করবেন। ঠান্ডা দুধ আপনার মুখের কালো দাগে অপসারণে সাহায্য করতে পারে।
মধু : দুই টেবিল চামচ মধু নিন। এটি কিছুক্ষণ ম্যাসেজ করুন। গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর আপনার মুখে একটি তাজা লেবুর টুকরো ঘষুণ। এটি শুকাতে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে সারাদিনের জন্য আপনার মুখের ত্বক দেখাবে টানটান।
স্ট্রবেরি : স্ট্রবেরি ব্যবহারে আপনার চোখের চারপাশের বলিরেখা দূর হবে। কালো দাগ কমে যাবে। স্ট্রবেরির রস এতটাই শক্তিশালী যে সময়ের সাথে সাথে এটি ডার্ক সার্কেলও কমায়।
সূত্র-বোল্ডস্কাই