কাল থেকে বিশ্বরঙে টি-শার্ট উৎসব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/10/fashion.jpg)
টি-শার্ট তরুণদের পছন্দে প্রথম সারির পোশাক, যা একাধারে আরামদায়ক ও স্টাইলিস্ট। তাই এই গরমে কিছুটা স্বস্তি পেতে বিশ্বরঙ আয়োজন করেছে টি-শার্ট উৎসব।
এক বিজ্ঞপ্তিতে ফ্যাশন হাউস বিশ্বরঙ জানিয়েছে, আগামীকাল (১১ সেপ্টেম্বর) থেকে বিশ্বরঙের সব শোরুমে শুরু হচ্ছে ‘বিশ্বরঙ টি-শার্ট উৎসব’। এ উৎসবে থাকছে সব ধরনের টি-শার্ট, পোলো শার্টের ওপর ৫০ শতাংশ মূল্যছাড়, শুধু বিশ্বরঙ ফ্র্যাঞ্চাইজ শোরুমগুলোতে থাকছে ৩০ শতাংশ মূল্যছাড়। উৎসব চলবে স্টক থাকা পর্যন্ত।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/10/fashion_2.jpg)
বিশ্বরঙ টি-শার্ট উৎসবের টি-শার্ট, পোলো শার্টগুলোতে অফহোয়াইট, সাদা, ধূসর, অফটোন রঙের পাশাপাশি বিশ্বরঙ সিগনেচার রং হিসেবে লাল, সাদা, হলুদ, কমলা, নীল, বেগুনি, ম্যাজেন্টা প্রভৃতি উজ্জ্বল রংও ব্যবহার করা হয়েছে। টি-শার্টের বুকে, হাতায়, পেছনে ব্যবহার করা হয়েছে স্ক্রিনপ্রিন্টে দেশি-বিদেশি বিভিন্ন মোটিফ, গ্রাফিতি, টাইডাইসহ আরো বেশ কিছু মাধ্যম।
বিশ্বরঙের সব পণ্য কিনতে পারেন অনলাইনেও www.bishworang.com অথবা bishworang ফেসবুক মেসেঞ্জারে খুদেবার্তার মাধ্যমে অর্ডার নিশ্চিত করতে পারবেন। বাসায় বসে সামগ্রী পেতে ব্যবহার করুন হোম ডেলিভারি সার্ভিস। কল করুন ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৬৩ নম্বরে।