দুর্গাপূজায় যা পাওয়া যাবে বিশ্বরঙে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/28/bishorong-1.jpg)
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আশ্বিন ও কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুর্গাপূজা পালন করা হয়। এবারের দুর্গাপূজায় ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর আয়োজনে রয়েছে বিশেষ বৈচিত্র্য।
এক বিজ্ঞপ্তিতে বিশ্বরঙ জানিয়েছে, এবারের দুর্গাপূজায় মোটিফের উৎস হচ্ছে আমাদের চিরচেনা ‘প্রকৃতি’। প্রকৃতি বলতে এই পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে। প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানবসৃষ্ট নয়, এমন দৃশ্য-অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বোঝায়। স্বয়ং স্রষ্টার সৃষ্ট গাছপালা, নদী-নালা, পশু-পাখি, পাহাড়-পর্বত ইত্যাদি বস্তুর মতো মানুষও প্রকৃতির একটি উপাদান মাত্র। তাই বিশ্বরঙ ‘দুর্গাপূজা ২০২০’-এর পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদানকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে উপস্থাপন করেছে কাপড়ের মলিন সার্ফেসে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/28/bishorong-2.jpg)
এবারের দুর্গাপূজার পোশাকগুলো সিল্ক, হাফ সিল্ক, ডুপিয়ান, এন্ডিসহ বিভিন্ন কাপড়ের শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির উপাদান গাছ, লতাপাতা, ফুল ইত্যাদির গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মগুলোর মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। দুর্গাপূজার পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/28/bishorong-3.jpg)
দুর্গাপূজার বিশেষ পোশাক প্রদর্শনী চলছে বিশ্বরঙের সব শোরুমে এবং অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে। যে কেউ ঘরে বসে এসব সামগ্রী ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।