প্রপোজ করার সময় যে ভুলগুলো এড়াতে হবে

কাউকে ভালোবাসে থাকলে অবশ্যই তাকে জানান। দেবদাসের মতো বসে থাকলে হবে না। সাহস করে কথাটি আজই জানিয়ে দিন। প্রতিদিন তো আর আপনার জন্য প্রপোজ ডে হবে না। তবে প্রপোজ করার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন। না হলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনি।
সারপ্রাইজ দেবার সময়
সঙ্গীকে প্রপোজ করার আগে অবশ্যই তার মনের কথা জানার চেষ্টা করুন। তাকে ইঙ্গিত দিন। এতে আপনিও বুঝে যাবেন যে, সেও আপনার মতো একই রাস্তায় হাঁটছে কিনা। কিছু না জানিয়ে তাকে সারপ্রাইজ পার্টি দিয়ে প্রপোজ করতে যাবেন না। এতে সে বিব্রত বোধ করতে পারে।
সঠিক পরিকল্পনা
আমরা যতই পরিকল্পনা করি না কেন, প্রপোজের ব্যাপারটি দুইজন মানুষের সাথে জড়িত থাকে। সুতরাং, প্রপোজ করার আগে স্থান-কাল নির্বাচন করুন। আপনার করা পরিকল্পনা আপনার সঙ্গীর জন্য কতোটা আরামদায়ক তা নিয়ে ভাবুন।
বক্তব্য ছোট করা
সঙ্গীকে মনের কথা জানানোর আগে অবশ্যই ঠিক করে নিবেন আপনি কী বলবেন। তবে তা যদি হয় দীর্ঘ অথবা মুখস্থ করা তাহলে সেটি হবে আপনার সঙ্গীর বিরক্তির কারণ। তাই যা বলবেন তা সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন।
আংটি লুকানো
প্রস্তাব যে সবসময় প্রেমেরই হবে তা না। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। এক্ষেত্রে অনেকেই খাবার বা পানিতে আংটি লুকিয়ে রাখে। এটি না করাই ভালো। কারণ এই আংটির জন্য আপনার সঙ্গীর দমবন্ধ হয়ে যেতে পারে। যেকোনো দূর্ঘটনা হতে পারে। তাই এতো সিনেমাটিক না হয়ে সঙ্গীকে আংটি নিয়ে সরাসরি প্রপোজ করে ফেলুন।
যেকোনো অনুষ্ঠানে প্রপোজ না করা
অনেকেই আছে অন্য কোনো অনুষ্ঠানে সঙ্গীকে প্রপোজ করে থাকে। যেমন: কারো জন্মদিন বা বিয়ের দিন। এটি আপনার সঙ্গীর ভালো নাও লাগতে পারে। এসব অনুষ্ঠানে অনেক মানুষ থাকে। তাদের কাছেও ব্যাপারটি অসস্ত্বির কারণ হয়ে উঠতে পারে। তার চেয়ে একটি তারিখ বাছাই করে সঙ্গীকে প্রপোজ করুন। তাহলে তা বিশেষ একটি দিন হয়ে থাকবে আপনাদের দুইজনের জন্যই।
সূত্র: হিন্দুস্তান টাইমস