প্রাকৃতিক ভাবে চুল রঙ করার ৬ টিপস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/06/hair-color-freepik.jpg)
যৌবন থাকতেই অনেকের চুল পেকে যায়। এর প্রধার কারণ হল পারিবার। পরিবারের কেউ এর সম্মুখীন হলে আপনিও এই সমস্যায় ভুগতে পারেন। চুল অকালে পেকে যাওয়ার অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে মানসিক চাপ, ধূমপান, ভিটামিনের অভাব, হরমোনের ভারসাম্যহীনতা এবং থাইরয়েড রোগ।
গবেষণায় পাওয়া গেছে যে, সময়ের সাথে সাথে, চুলের ফলিকলে মেলানিন উৎপাদনকারী কোষগুলি কমে যায়। যার ফলে মেলানিনের ঘাটতি দেখা দেয়। আর চুলও পাকতে শুরু করে।
স্ট্রেস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ডায়েট, পর্যাপ্ত ঘুম চুল পাকা রোধ করতে সাহায্য করে। চুলের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজযুক্ত চুলের পণ্য ব্যবহার করুন। চুল পাকা সমস্যা দূর করতে আপনি বাড়িতে বসেও কিছু প্রাকৃতিক রঙ ব্যবহার করতে পারেন।
কফি
গরম পানিতে কফি মিশিয়ে নিন। কফি বেশি করে শাবেন। এরপর ঠাণ্ডা হলে চুলে লাগিয়ে নিন। এটি এক ঘন্টা রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। কফি চুলে গাঢ় বাদামি রঙ-এর শেড দিবে।
বিটের রস
বিট সিদ্ধ করে রস বের করে নিন। এরপর এই রস ঠাণ্ডা হতে দিন। এবার এক ঘন্টা চুলে লাগিয়ে রাখুন। বিটের রস চুলে এক ধরনের লালচে-বেগুনি আভা দেবে।
মেহেদি
গরম পানিতে মেহেদির গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি কয়েক ঘন্টা চুলে লাগিয়ে রাখুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেহেদি আপনার চুলে এক ধরনের প্রাকৃতিক লালচে রঙ এনে দেবে।
ক্যামোমাইল চা
ক্যামোমাইল চা বানিয়ে ঠাণ্ডা করে নিন। চুলে এক ঘন্টা রাখুন। এবার ধুয়ে ফেলুন।
ক্যামোমাইল আপনার চুলকে সোনালি আভা দিবে।
গাজরের রস
গাজর সিদ্ধ করে রস বের করে নিন। ঠাণ্ডা হলে চুলে এক ঘন্টা রেখে দিন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলে লালচে কমলা রঙ এনে দিবে।
লেবুর রস
লেবু থেকে রস বের করে চুলে লাগান। কয়েক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। লেবুর রস আপনার চুলকে হালকা স্বর্ণকেশী রঙ দেবে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া