শারদ সাজে বিশ্বরঙের দিদি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/10/bisshorong1.jpg)
বিশ্বরঙ সুদীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত নাম। এই ২৫ বছরে বিশ্বরঙ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে, যাঁরা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছেন এ দেশের মিডিয়া অঙ্গনকে।
সেই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২০’। দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের যেকোনো নারীই অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়।
বায়োডাটাসহ শারদ সাজে ছবি ও ভিডিও পাঠিয়ে দিতে হবে bishworangdidievent@gmail.com এই ঠিকানায়। রেজিস্ট্রেশন করতে কোনো ফি দিতে হবে না। শারদ সাজে ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২০।
অনলাইন রিয়েলিটি শোতে বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বরা। অতএব আর দেরি কেন? আজই পাঠিয়ে দিন শারদ সাজে আপনার ছবি ও ভিডিও এবং হয়ে যান বিশ্বরঙের দিদি।
যেকোনো প্রয়োজনে কল করুন : ০১৮১৯২৫৭৭৬৮, ভিজিট করুন বিশ্বরঙ অনলাইন শপ : www.bishworang.com।