সজল উদ্বোধন করলেন ডাকপিয়নের ‘ভার্চুয়াল ট্রাই’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/30/dakpion.jpg)
বিশ্বের বিভিন্ন দেশে ঘরে বসে প্রোডাক্ট কেনার জন্য বহুল জনপ্রিয় মাধ্যম ‘ভার্চুয়াল ট্রাই’; যার মাধ্যমে অনলাইনে ঘরে বসেই নিজের পছন্দমত প্রোডাক্ট কিনতে পারেন ক্রেতারা। এবার বাংলাদেশে এ পদ্ধতি চালু করেছে চশমা ও স্টাইলিশ সানগ্লাস বিক্রিয় প্রতিষ্ঠান ‘ডাকপিয়ন’।
গতকাল সন্ধ্যায় রাজধানীর পান্থপথের শোরুমে তাদের প্রোডাক্টের ‘ভার্চুয়াল ট্রাই’ পদ্ধতির উদ্বোধন করেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল।
সজল বলেন, ‘ডাকপিয়নের সঙ্গে আমার পথচলা তাদের শুরু থেকেই। তাদের কোয়ালিটি আমার কাছে সবসময় বেস্ট মনে হয়েছে। তারা এখন নতুন একটা সংযোজন এনেছে। এই সময়ের জন্য এটা যুগোপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে পছন্দমতো ও একদম ফিট প্রোডাক্ট অর্ডার করতে পারব।’
ডাকপিয়নের দাবি, এর আগে বিভিন্ন দেশে এই সুযোগ থাকলেও বাংলাদেশে এটাই প্রথম। ভার্চুয়াল ট্রাইয়ের মাধ্যমে কোনো গ্রাহক তাঁর জন্য কোনটি ফিট, তা ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবেন। এটাই ডাকপিয়নের সুবিধা।
২০১৫ সালে ‘ডাকপিয়ন’ তাদের যাত্রা শুরু করে। ঢাকার পান্থপথ, উত্তরাসহ বিভিন্ন জায়গায় তাদের আউটলেট রয়েছে। তাদের ওয়েট সাইট : https://dukpion.com/