সিপিতে ফ্রাইড রাইস

সিপিতে এখন পাওয়া যাবে ফ্রাইড রাইস। ছবি : সংগৃহীত
ভোজন রসিকদের জন্য সুখবর! থাইল্যান্ডের প্রযুক্তিতে তৈরি জনপ্রিয় ‘সিপি ফাইভ স্টার’ এবার তাদের বেস্ট চিকেন ফ্রাইয়ের পাশাপাশি রাখছে ফ্রাইড রাইস। যা দিয়ে এখন সেরে নিতে পারেন সকাল, দুপুর বা রাতের খাবারটি।
এই ফ্রাইড রাইস পাওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সব আউটলেটে। যার মূল্য রাখা হয়েছে মাত্র ৮০ টাকা। তবে নতুন যুক্ত হওয়ায় খাবারটি অক্টোবর মাসজুড়ে পাবেন মাত্র ৭০ টাকায়।
তাই আর দেরি না করে আজই ঢু মারুন সিপির যেকোনো আউটলেটে। নতুন আর ভিন্ন স্বাদের খাবারটি একবার নিজেই চেখে দেখুন!