তরুণদের জন্য ‘সেইলর’-এর উৎসব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/23/photo-1563882917.jpg)
সেইলর, দেশি ফ্যাশন ব্র্যান্ডের অগ্রগামী প্রতিনিধি। ইতিমধ্যেই রেডি টু ওয়ার নিয়ে অর্জন করেছে গ্রাহক আস্থা। ডিজাইনারদের সুদক্ষ শৈলী ও ক্রিয়েটিভ টিম ওয়ার্কে প্রাধান্য পেয়েছে তারুণ্যের ফ্যাশন ভাবনা। সমসাময়িক ট্রেন্ডের অনুসারী না হয়ে, সেইলর প্যাটার্ন ও ডিজাইনে এনেছে পরিবর্তন । প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে সেইলরের ফেস্টিভ্যাল সেল।
গার্মেন্টস, জুয়েলারি, ব্যাগ, জুতাসহ অন্যান্য সামগ্রীতে থাকছে ৩৫ শতাংশ ছাড়। ক্রেতাদের কথা মাথায় রেখেই প্রতি বছর এই বিশেষ সেলের আয়োজন করা হয়।
সেইলরের সর্বমোট ১৩টি আউটলেট ও ফেইসবুক পেইজে অনলাইন অর্ডারের মাধ্যমে এই মূল্যছাড় উপভোগ করা যাবে। ইতিমধ্যে ক্রেতারা আগ্রহী হয়ে উঠেছে এই সেল অফারে। আউটলেট থেকে শুরু করে অনলাইন সব জায়গায় দেখা যাচ্ছে ক্রেতাদের সরব উপস্থিতি।
সেল অফারের শর্ত অনুযায়ী, ঈদুল আজহার নতুন প্রোডাক্ট বাদে বাকি সব কিছুতেই থাকছে এই মুল্যছাড়।