ওয়েস্টিনে শীতের পিঠা

শীতের দিনে চুলার পাশে বসে সুস্বাদু পিঠা খাওয়ার মজাই আলাদা। কিন্তু যান্ত্রিক জীবনে এই স্বাদ কোথায় পাবেন বলুন? কিছু কিছু জায়গায় পিঠা পাওয়া যায়, তবে তা একেবারেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয় না। তবে স্বাস্থ্যকর ও গরম গরম পিঠার স্বাদ নিতে চাইলে আজই চলে যেতে পারেন রাজধানীর হোটেল ওয়েস্টিনে। সেখানে স্বাস্থ্যকর উপায়ে তৈরি নানা স্বাদের শীতকালীন পিঠা খেতে পারবেন।
এ বছর থেকেই বাঙালিয়ানা পিঠার আয়োজন করা হয়েছে হোটেল ওয়েস্টিনের গ্রাউন্ড ফ্লোরের ক্যাফেতে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে এই পিঠার আয়োজন।
ঐতিহ্যবাহী সব ধরনের পিঠাই এই ক্যাফেতে পাওয়া যাবে। শেফ শিরিন চৌধুরীর হাতে তৈরি পাটিসাপটা, হাঁসের মাংসের সঙ্গে চিতই পিঠা, ইলিশ চিতই পিঠা, সাজ পিঠা ও হাতে তৈরি সেমাই খেতে পারবেন এখানে।
তাই ব্যস্ততার মাঝে একটু সময় নিয়ে ঢু মেরে আসতে পারেন হোটেল ওয়েস্টিন থেকে। যেখানে মুখরোচক পিঠার পসরা সাজানো হয়েছে ভোজনরসিকদের জন্য।