গরমে স্লিভলেস
গরমের এই সময়টাতে পোশাকটা হওয়া চাই পাতলা এবং ছিমছাম। আর কামিজের বা ফতুয়ার কাটিং যাই হোক না কেন হাতাটা স্লিভলেস হওয়াই ভালো। যা গরমে আরামদায়ক, আবার ফ্যাশনেবলও বটে।
স্বাচ্ছন্দ্য আর মানানসই, দুটো জায়গায়ই স্লিভলেস বরাবরই এগিয়ে। তরুণী থেকে শুরু করে একটু বয়স্ক যারা তাদের সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে স্লিভলেস পোশাক। ক্যাম্পাস, বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা কোনো পার্টিতে স্লিভলেস যেকোনো পোশাকই মানিয়ে যায় বেশ। যা গরমের অস্বস্তি থেকে মুক্তি দেয় আবার আধুনিক লুকও বজায় রাখে।
''আমি স্লিভলেস যেকোনো পোশাকে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। এ ধরনের পোশাক আমি ক্লাসেও পরতে পারি আবার যেকোনো পার্টিতেও পরতে পারি। আর এই স্লিভলেস ওয়েস্টার্ন আউটফিটেও মানানসই আবার দেশীয় আউটফিটেও মন্দ লাগে না, তাই যেকোনো জায়গায়ই পরা সম্ভব'' বললেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর তৃতীয় বর্ষের ছাত্রী রাইজা।
রাইজার মতো এমন অনেকেই রয়েছেন যাঁরা গরমে সব কাজের ক্ষেত্রেই স্লিভলেস পোশাককেই বেছে নেয়। যা স্বস্তির পাশাপাশি স্টাইলিশ লুকও এনে দেয়। তবে মনে রাখবেন, যদি মানসিক ভাবে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে এ জাতীয় পোশাক না পরাই ভালো।
ফ্যাশন হাউস ক্যাটস আইয়ের ডিরেক্টর আশরাফউদ্দীন শিপলু বলেন, ‘গরমের এই সময়টাতে পোশাকে স্বস্তির জন্য স্লিভলেসকেই বেশি প্রাধান্য দিয়েছি। আর ফ্যাব্রিক হিসেবে সিল্ক, ক্যাশমিলন সিল্ক এবং ফ্লোরাল প্রিন্টকে বেছে নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘স্লিভলেস লং টপস, ফতুয়া, লং কামিজের ওপর কারচুপির কাজ করা হয়েছে। এ ছাড়া গরম উপলক্ষে হালকা কাজের ওপর একরঙা স্লিভলেস শার্টও তৈরি করা হয়েছে।’
স্লিভলেস পোশাকে ভারি কাজের পাশাপাশি সুতি কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট, ব্লক, অ্যাম্ব্রয়ডারির কাজ করা হয়ে থাকে। এ ছাড়া পোশাকে বাড়তি মাত্রা যোগ করতে বিভিন্ন ডিজাইনের লেস অথবা রঙিন রিবন ব্যবহার করতে পারেন।
গরমে পোশাকের রঙের ক্ষেত্রে হালকা রঙকেই বেছে নেওয়া উচিত। সাদা, আকাশি, হলুদ, হালকা নীল, হালকা সবুজ, সি গ্রিন, গোলাপি এ ধরনের রঙগুলো বেছে নিতে পারেন। মনে রাখবেন, গরমে কালো রঙের পোশাক না পরাই ভালো। এতে আরো বেশি গরম লাগবে। তাই হালকা রঙের স্লিভলেস পোশাকই পরুন।
কোথায় পাবেন
বিভিন্ন ফ্যাশন হাউসে নানা ডিজাইনের নারীদের স্লিভলেস পোশাক পাওয়া যায়। ওয়েস্টার্ন আউটফিটের হাউস যেমন- ক্যাটস আই, এক্সটাসি, ইয়োলো, লা রিভ এ বিভিন্ন কাটিংয়ের স্লিভলেস পোশাক পাওয়া যায়। দেশীয় ফ্যাশন হাউস আড়ং, নগরদোলা, অঞ্জন'স এ খুঁজে পাবেন আপনার পছন্দের স্লিভলেস পোশাকটি। এ ছাড়া বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মৌচাক মার্কেট, চাঁদনিচক, গাউছিয়া ও নিউমার্কেটে পাওয়া যাবে স্লিভলেস পোশাক। চাইলে অপনি গজ কাপড় কিনে বানিয়ে নিতে পারেন মনের মতো স্লিভলেস পোশাকটি।
পরামর্শ
- স্লিভলেস পোশাকের সঙ্গে পালোজ্জা এবং লেগিংস দুটোই ভালো মানায়। আপনার পোশাক অনুযায়ী বেছে নিন।
- স্লিভলেস পোশাক পরলে অবশ্যই হাতে সানস্ক্রিন ব্যবহার করবেন। না হলে সূর্যের আলোতে হাত পুড়ে কাল হয়ে যেতে পারে।
- প্রতিদিন বাসায় ফিরে যেকোনো স্ক্রাব দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ময়লা দূর হয়ে যাবে। কারণ সারাদিন হাত খোলা থাকার ফলে অনেক ধুলা জমে। যা হাতের ত্বক নষ্ট করে ফেলে।
- যাদের হাত একটু মোটা তাদের স্লিভলেস পোশাক না পরাই ভালো।
- বাসার বাইরে গেলে ছাতা ব্যবহার করতে ভুলবেন না।