ফাগুনের রঙিন ছোঁয়ায়
বসন্ত মানেই চারদিকে রঙের উৎসব। প্রকৃতিতে ছড়িয়ে পড়ে ফুলের ঘ্রাণ। সে সঙ্গে মানুষও মেতে ওঠে আনন্দোৎসবে। নারীদের সাজপোশাকেও ফুটে ওঠে বসন্তের রঙিন ছোঁয়া। সালোয়ার-কামিজ আর কুর্তির ভিড়ে এখনো শাড়িই নারীদের কাছে বেশি জনপ্রিয়। বিশেষ করে এসব উৎসব-আয়োজনে নারীরা শাড়িকেই বেশি প্রাধান্য দেন।
শাড়ি পছন্দের শীর্ষে থাকলেও রঙের ক্ষেত্রে বেশ পরিবর্তন লক্ষ করা গেছে। বাসন্তী, হলুদ, কমলার পাশাপাশি লাল, সবুজ, সাদা রংও কেউ কেউ বেছে নিচ্ছেন। একরঙা ও কয়েকটি রঙের শেড এবারের বসন্তের শাড়ির জন্য বেছে নিয়েছেন ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা। এ ক্ষেত্রে বসন্তের সব উজ্জ্বল রংকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
আর বসন্ত উৎসবে সুতি কাপড়ই সবাই বেছে নেয়। পিছিয়ে নেই সিল্ক, হাফসিল্ক, লিলেন, খাদি, ভয়েল, তাঁত কটন আর একরঙা কাতান।
ফাল্গুনের শাড়িতে নানা শেডে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, অ্যাপলিক, কারচুপি, প্যাচওয়ার্ক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাইয়ের কাজ করা হয়েছে। কিছু শাড়ি আঁচল আর পাড়ের কম্বিনেশনে করা হয়েছে।
আবার কিছু শাড়িতে পুরো ক্যানভাসে কাজ করা হয়েছে। আর সাধারণত বসন্তে শাড়ির ডিজাইনে ফুলকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই প্রকৃতির বিভিন্ন মোটিফও ব্যবহার করা হয়েছে এসব শাড়িতে।
শাড়ির পাশাপাশি সালোয়ার-কামিজ, কুর্তি ও ফতুয়ার জনপ্রিয়তাও কম নয়। তবে যেসব পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, উৎসবের সঙ্গে মানানসই সেসব পোশাকই পরা ভালো।
ব্লাউজের কাটছাঁটে নতুনত্ব
ফাল্গুনের আয়োজনে বরাবরই ব্লাউজে থাকে বাহারি রঙের ছোঁয়া। আর এর সঙ্গে যোগ হয় নিত্যনতুন ডিজাইন ও কাটিংয়ের ভিন্নতা। তবে শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজের রং বেছে নিন। দেখতে ভালো লাগবে। আর একরঙা শাড়ির সঙ্গে বাহারি রঙের ব্লাউজ বেশ মানানসই। ব্লাউজের গলার ডিজাইনেও এসেছে ভিন্নতা। এখন গোল গলা ও ভি গলার পাশাপাশি একটু উঁচু গলার ব্লাউজও মানিয়ে যায় বেশ। হাতার ক্ষেত্রে থ্রি-কোয়ার্টার আর স্লিভলেস ব্লাউজই বেছে নিচ্ছেন তরুণীরা।
মেকআপ ও সাজ
রঙিন শাড়ির সঙ্গে সাজটা হালকা হলেই দেখতে ভালো লাগবে। আর যেহেতু হালকা গরম পড়বে, তাই মেকআপের বেজটা একেবারেই হালকা করুন। প্রথমে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর প্যানকেক বা কমপ্যাক্ট পাউডার দিয়ে মুখে বেজ করে নিন। চোখের সাজে ব্রাউন বা কপার আইশ্যাডো ব্যবহার করতে পারেন। টেনে কাজল বা আইলাইনার দিন। ব্রাউন অথবা ডার্ক ব্রাউন রঙের ব্লাশন ব্যবহার করতে পারেন। অথবা চোখের হালকা মেকআপের সঙ্গে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিতে পারেন। আর কপালে বড় একটা লাল টিপ। ব্যস, সাজ পরিপূর্ণ।
চুলের ক্ষেত্রে খোঁপা অথবা বেণী করতে পারেন। কিংবা টুইস্টের বিভিন্ন স্টাইলও করতে পারেন। অথবা সামনের দিকের কিছুটা চুল ব্যাককোম্ব করে ক্লিপ দিয়ে আটকে ফুল লাগাতে পারেন।
শাড়ি কোথায় পাবেন
প্রতিবারের মতো এবারও বসন্তের রঙিন পোশাকের আয়োজন করেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। আড়ং, অঞ্জন'স, রঙ, বিবিয়ানা, কে-ক্রাফট, বাংলার মেলা, দেশাল ও নিপুণে আপনি আপনার পছন্দের ফাল্গুনের পোশাকটি কিনতে পারবেন। এ ছাড়া রাজধানীর বসুন্ধরা শপিংমল, যমুনা ফিউচার পার্ক, কর্ণফুলী গার্ডেন সিটি, রাপা প্লাজা, মৌচাক মার্কেট এবং নিউমার্কেট ও গাউছিয়া মার্কেট থেকে পছন্দ অনুযায়ী বসন্তের পোশাকটি বেছে নিতে পারবেন।