‘বিশ্বরঙ’-এর শোরুম উদ্বোধন ও লোগো উন্মোচন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/14/photo-1455442672.jpg)
‘রঙ যেন মোর মর্মে লাগে’—রবিঠাকুরের এই অনুভবকে বিশ্বময় ছড়াতেই সময়ের সঙ্গী ‘রঙ’ হয়ে উঠল ‘বিশ্বরঙ’। যমুনা ফিউচার পার্কে ১২ ফেব্রুয়ারি 'বিশ্বরঙ'-এর ১১তম শাখা উদ্বোধন হয়েছে এবং সে সঙ্গে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘বিশ্বরঙ’-এর লোগো উন্মোচন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং দুই বাংলার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আরো উপস্থিত ছিলেন বীরাঙ্গনা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী বিপাশা হায়াত, নৃত্যশিল্পী ও জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আরো ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, তিশা, নাতাশা হায়াত, তানভিন সুইটি, বিজরী বরকতউল্লাহ, দীপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ, মৌসুমি বিশ্বাস, অভিনেতা বাপ্পারাজ, উত্তম গুহ, শোয়েব, রহমতউল্লা, মুকিত জাকারিয়া, গাউসুল আলম শাওন, বিশিষ্ট সংগীত পরিচালক ইমন সাহা, বিশিষ্ট সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মেহরিন, তপন চৌধুরী, ইবরার টিপু, দেশের খ্যাতনামা বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন গ্রে অ্যাড ফার্মের ব্যবস্থাপনা পরিচালক মডেল অভিনেত্রী ফিমা। পুরো অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ছিলেন টিভি তারকা ও আর জে ফুয়াদ এবং সুবর্ণা।
অনুষ্ঠানটি শুরু হয় নৃত্যের মাধ্যমে, নৃত্যটি পরিচালনা করেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের কোরিওগ্রাফার ফারহানা চৌধুরী বেবী। ‘বিশ্বরঙ’-এর শোরুম উদ্বোধন এবং লোগো উন্মোচনের পর ‘বিশ্বরঙ’-এর লোগো দিয়ে ডিজাইন করা এক জমকালো ফ্যাশন শোর আয়োজন করা হয়। ফ্যাশন শোটি কোরিওগ্রাফি করেন দেশের খ্যাতনামা বিউটি এক্সপার্ট কাজী কামরুল ইসলাম (বানথাই)। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী মেহরিন এবং অবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট অবৃত্তিশিল্পী শিমুল মোস্তফা।
অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের সৌজন্যে বিশেষ আয়োজন ছিল ‘বিশ্বরঙ’-এ বিশ্বদেখা। উন্মুক্ত র্যাফেল ড্রর মাধ্যমে তিনজন বিজয়ী এই অফারটি উপভোগ করতে পারবেন। ফরম পূরণ করে বিশ্বরঙ-এর নতুন শোরুম (নথ কোর্ট, জিবি-০২৭, নিচতলা, ব্লক বি, যমুনা ফিউচার পার্ক)-এ জমা দেওয়া যাবে ২০ মার্চ-২০১৬-এর মধ্যে। পুরস্কার বিতরণ করা হবে ২৬ মার্চ-২০১৬।