‘রঙ বাংলাদেশ’-এর নারী দিবসের আয়োজন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/28/photo-1456636461.jpg)
আগামী ৮ মার্চ, বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘রঙ বাংলাদেশ’-এর রয়েছে বিশেষ আয়োজন। দেশি এই ফ্যাশন হাউসটি নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে চায় নারীর অবদান। সে জন্য এই দিন ‘রঙ বাংলাদেশ’-এর প্রতিটি আউটলেটেই সব পণ্যের ওপর থাকছে ১০ শতাংশ ছাড়।
৮ মার্চ নারী দিবসের দিন নারীরা ‘রঙ বাংলাদেশ’-এর যেকোনো আউটলেট থেকে যেকোনো পণ্য কিনলেই এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া প্রিয়তমা নারীর জন্য কোনো পণ্য যে কেউ কিনলে তিনিও এই ছাড় পাবেন।
‘রঙ বাংলাদেশ’-এর প্রতিটি আউটলেটে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ফতুয়া, কুর্তি, গয়না, উপহারসামগ্রী।
সব শাখাতেই পাওয়া যাবে এই কালেকশন। এ ছাড়া কেনা যাবে অনলাইনেও। রয়েছে হোম ডেলিভারিরও সুযোগ।
ফোন করুন : +৮৮০১৭৭৭৭৪৪৩৪৪, +৮৮০১৯৮৪৮৮৮৪৪৪। লগইন করুন www.rang-bd.com।