বৈশাখে ‘রঙ-বিশ্বরঙ’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/06/photo-1457247823.jpg)
‘রঙ’ দীর্ঘ ২১ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে, সেই ধারাবাহিকতায় 'শখের হাঁড়ি'র অলংকরণের অনুপ্রেরণায় এবারের বাংলা নববর্ষে ‘বৈশাখের রঙ-বিশ্বরঙ’ শীর্ষক পোশাকের বর্ণিল সম্ভারের আয়োজন করেছে।
বাংলাদেশের কারুশিল্পের ভুবনে ‘শখের হাঁড়ি’ স্বকীয় বৈশিষ্ট্যে বলীয়ান এক অনন্য শিল্পকর্ম। অঞ্চলভেদে সংস্কৃতি, অলংকরণের রীতি, নকশা ইত্যাদি ভিন্নতার কারণে মৃৎপাত্রের নাম ও আকারের ভিন্নতা দেখা যায়। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের কিছু পরিবার ঐতিহ্যবাহী এই নান্দনিক মাটির হাঁড়িগুলো তৈরি করে থাকে। বাংলার ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতির রসবোধ দিয়েই ‘শখের হাঁড়ি’ সৃষ্টি, অলংকরণ হচ্ছে এর মূল উপজীব্য। উজ্জ্বল সব রঙে তুলির মাধ্যমে পল্লীগাঁথা, উৎসব, পার্বণ, বিভিন্ন লতাপাতা, ফুল, পাখি, মাছ, পশু-পাখির অবয়ব অঙ্কনই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। গ্রামীণ সাধারণ মানুষের কাছে এই ‘শখের হাঁড়ি’ সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
‘শখের হাঁড়ি’ মোটিফ ব্যবহার করে ‘রঙ-বিশ্বরঙ’ তৈরি করেছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, বাচ্চাদের পোশাক, ব্যাগ, গয়না, উত্তরীয় ইত্যাদি। মূল থিম ছাড়াও নতুন নতুন ডিজাইনের সম্মিলনে উৎসবধর্মী বৈচিত্র্যময় বিশাল সম্ভার এবারের ‘রঙ-বিশ্বরঙ’-এর বৈশাখী আয়োজনে। সব বৈশাখের চিরন্তন লাল-সাদার পাশাপাশি ‘রঙ-বিশ্বরঙ’-এর নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল সব বাহারি রঙের সন্নিবেশ সব সামগ্রীতে। বৈশাখী আয়োজনে নানা ধরনের সুতি ও সিল্কের কাপড়ের ওপরে স্ক্রিন ও ব্লকপ্রিন্ট, হ্যান্ড ও মেশিন এমব্রয়ডারি, কারচুপি, প্যাচওয়ার্ক, হ্যান্ডপেইন্টের কাজ করা হয়েছে নান্দনিকভাবে।
আগামী ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত নববর্ষের এই আয়োজন ‘বৈশাখের রঙ-বিশ্বরঙ’ শীর্ষক প্রদর্শনী চলবে সব শোরুমে। এ ছাড়া বৈশাখ-১৪২৩ সামনে রেখে ‘যাও স্মৃতির দেশে সাজো মডেলের বেশে’ শীর্ষক ফটো কনটেস্টের আয়োজন করা হয়েছে। আজই আপনার ছবি ইনবক্স করুন www.facebook.com/bishworangfanclub অথবা ই-মেইল করুন rangbiplobsaha@gmail.com আপনার জীবনবৃত্তান্তসহ ২৫ মার্চ-২০১৬ মধ্যে, আর হয়ে যান ‘বৈশাখের রঙ-বিশ্বরঙ’ শীর্ষক প্রদর্শনী পোশাকের মডেল।