জেন্টল পার্কে নতুন পোশাকের আয়োজন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/06/photo-1457257829.jpg)
জেন্টল পার্কে নতুন পোশাকের আয়োজন। ছবি : জেন্টল পার্ক
বডি ফিট বা স্লিম ফিট শার্ট আর পোলো শার্টের কালারফুল ক্যাজুয়াল আউটফিটের নতুন কালেকশন নিয়ে এসেছে জেন্টল পার্ক।
শার্টে ফেব্রিক হিসেবে সুতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যান কলার ও আপার স্টিচ শার্টের আউটগোয়িং লুকে বাড়তি ফ্যাশন যোগ করেছে।
সলিড বা সফট টোনের কালার ভেরিয়েশনে ফেড ওয়াশ বা এনজামইম ওয়াশের কারণে এসব পোশাক পরতে বেশ আরামদায়ক।
পাশাপাশি জিন্স, জুতো, বেগি প্যান্ট, বেল্ট, থ্রি-কোয়ার্টার প্যান্ট থাকছে জেন্টল পার্কের ডিজাইন লাইন আপে।
বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন : www.gentlepark.com