চুল তার কবেকার
সিম্পল সাইড বান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/08/photo-1457432459.jpg)
গরমের সময় কোনো অনুষ্ঠানে চুল খোলা রেখে যাওয়াটা খুবই অস্বস্তিকর। তাই বান বা খোঁপা করাটাই বুদ্ধিমানের কাজ। এ ক্ষেত্রে জমকালো কোনো অনুষ্ঠানে যেতে হলে সিম্পল সাইড বান করতে পারেন। কোনো ঝামেলা ছাড়া নিজেই ঝটপট এই খোঁপা করে নিতে পারবেন। তবে যাঁদের কপাল বড়, তাঁদের এই খোঁপা করলে বেশি ভালো লাগবে।
সিম্পল সাইড বান করার সহজ উপায় সম্বন্ধে জানিয়েছেন মিউনিস ব্রাইডালের বিউটি এক্সপার্ট তানজিমা শারমিন মিউনি। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। আর সব অ্যাঙ্গেল থেকে সিম্পল সাইড বান বুঝতে হলে ওপরে ছবির গ্যালিরিতে ক্লিক করুন।
যেভাবে সিম্পল সাইড বান করবেন
প্রথমে সামনের কিছু চুল আলাদা রেখে মাথার ওপরের মাঝের চুলগুলো পাফ করে ফুলিয়ে ব্যাককম্ব করে সেট করে নিন।
যেহেতু কপাল বড়, সেহেতু সামনের চুলগুলো একপাশে ব্যাঙসের মতো করে শেপ করে নিন।
এবার ব্যাঙস শেইপের চুলগুলো কানের পাশ দিয়ে ক্লিপ দিয়ে আটকে আরেক প্রান্তে এনে পুরো চুলগুলো পেঁচিয়ে ওভাল শেপে খোঁপা করুন।
পরামর্শ
১. চুলের সেটিংয়ের জন্য হেয়ার স্প্রে, জেল ও মুজ ব্যবহার করতে পারেন।
২. অনুষ্ঠান শেষ হয়ে গেলে যত দ্রুত সম্ভব চুলে শ্যাম্পু করে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন।
৩. যাঁদের চুল কাঁধ পর্যন্ত লম্বা, তাঁদের এই হেয়ারস্টাইলটিতে বেশি ভালো লাগবে।
৪. শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সিম্পল সাইড বান করলে ভালো মানাবে। তবে পশ্চিমা পোশাকের সঙ্গেও মন্দ লাগবে না।
হেয়ারস্টাইল : তানজিমা শারমিন মিউনি, মডেল : রুহানা, ছবি : রাফি আজিম