ঠান্ডা ঠান্ডা ফল-আইসক্রিমের ককটেল!

ফল ও আইসক্রিমের ঠান্ডা ককটেল। ছবি : সংগৃহীত
গরমের সময় প্রাণ জুড়াতে খেতে পারেন বিভিন্ন ফল ও আইসক্রিম দিয়ে তৈরি ককটেল। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন সুস্বাদু এই পানীয়।
উপকরণ
তরমুজ কিউব করে কাটা এক কাপ, আনারস কিউব করে কাটা এক কাপ, কমলা এক কাপ, আপেল কিউব করে কাটা এক কাপ, কলা কিউব করে কাটা এক কাপ, চিনি এক কাপ, এলাচ গুড়ো সামান্য, আইসক্রিম তিন টেবিল চামচ ও আইস কিউব এক কাপ।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি ব্লেন্ডারে তরমুজ, আনারস, কমলা, আপেল, কলা ও চিনি এক সঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার এতে আইসক্রিম, এলাচ গুঁড়ো ও আইসকিউব দিয়ে আবারও ব্লেন্ড করুন। এরপর একটি গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ করুন দারুণ সুস্বাদু ফল-আইসক্রিমের ককটেল।