কীভাবে কাটবে ছুটির দিনটি
সারা সপ্তাহের ব্যস্ততার কারণে হয়তো অনেক কিছু চাইলেও করতে পারেন না। কিন্তু সপ্তাহের একটি দিন অনেক বিশেষ আপনার কাছে। ছুটির দিন বলে কথা। নিজের মতো করে ফুরফুরে মেজাজে পার করুন দিনটি। দেখা যায়, কর্মব্যস্ততার পর অনেকেই ছুটির দিনটিতে উদাস থাকেন। কী করব, কী করব না, এটা ভেবেই পার হয়ে যায় দিনটি। তাই আগে থেকেই একটা পরিকল্পনা করে নিন। দেখবেন, অনেক আনন্দময় হয়ে উঠবে দিনটি আপনার জন্য।
উইকিহাউ ওয়েবসাইটে ছুটির দিনটি কীভাবে কাটাবেন, তার কিছু বিশেষ দিক তুলে ধরা হয়েছে। চলুন, একনজরে দেখে নিই কীভাবে কাটবে আপনার ছুটির দিনটি :
মুক্ত বাতাসে ঘুরে আসুন
কাজের ব্যস্ততা ও চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। ছুটির দিনে হেঁটে আসুন কোনো জায়গা থেকে। এমন নয় যে অনেক দূরে যেতে হবে। সকালে বা বিকেলে বাসার পাশের কোনো পার্ক থেকে একটু হেঁটে আসুন। এতে ব্যায়ামও হবে, আবার মুক্ত বাতাসে ঘোরাও হবে।
এমন কিছু করুন, যা আগে কখনো করেননি
শুধু টিভি দেখেই ছুটির দিনটি পার করার কোনো প্রয়োজন আছে কি? যদি এমন কোনো বিষয় থাকে, যা নিয়ে আপনি ভাবেছেন অথচ করা হয়নি, সেটা করার জন্য ছুটির দিনটিই বেছে নিন। নতুন কিছু রান্না করতে পারেন, নতুন কোনো গেম খেলতে পারেন অথবা নতুন কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন।
বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ুন কোনো অ্যাডভেঞ্চারে
এমন অনেক জায়গা রয়েছে, যেখানে আপনার যাওয়াই হয়নি। তাই এবারের ছুটির দিনটি নিয়ে বন্ধুদের সঙ্গে আগে থেকেই পরিকল্পনা করে ফেলুন। ছুটি যদি একদিনের হয়, তাহলে দূরে কোথাও না যাওয়াটাই ভালো। আর ছুটি বেশি দিনের হলে কয়েক দিনের জন্য ঘুরে আসুন বাইরে থেকে। তবে যদি অজানা কোথাও যান, তাহলে পরিবারের অন্য সদস্যদের জানিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর মোবাইলে অবশ্যই ভালো করে চার্জ দিয়ে যাবেন। কারণ, বিপদের সময় ফোনই একমাত্র সাহায্যের বন্ধু হতে পারে।
খেলাধুলায় ব্যস্ত থাকুন
পরিবারের সদস্যদের নিয়ে ছোটখাটো খেলার আয়োজন করতে পারেন। অথবা নতুন কোনো খেলাও চেষ্টা করে দেখতে পারেন। খেলাধুলা সুস্বাস্থ্যের জন্য বেশ কার্যকর। তাই সপ্তাহের এই দিনটি কাজে লাগানোর চেষ্টা করুন। এমনকি বাইক চালাতে পারেন অথবা সাইকেলও চালাতে পারেন। সুইমিংও খুব ভালো ব্যায়াম। তাই এসব কাজের পেছনে ছুটির দিনের কিছুটা সময় ব্যয় করুন। দেখবেন ভালো লাগবে।
নতুন কোনো বিষয় সম্পর্কে জানুন
যে বিষয়ে আপনার আগ্রহ রয়েছে, সে বিষয় সম্পর্কে জানার চেষ্টা করতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে পড়তে পারেন অথবা পরীক্ষামূলক কিছু করতে পারেন। সময়টা ভালো কাটবে।
পার্টির আয়োজন করুন
ছুটির দিনটিতে বন্ধুদের সঙ্গে কোনো পার্টির আয়োজন করতে পারেন। অথবা চাইলে নিজের বাড়িতে আত্মীয়স্বজনকে দাওয়াত দিতে পারেন। অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে আড্ডা দিলে দেখাও হবে সবার সঙ্গে এবং খুবই আনন্দময় একটা দিন হবে আপনার জন্য। মনে রাখবেন, কাছের মানুষের সান্নিধ্য সব সময় মনকে সতেজ রাখে।
পরিবারকে সময় দিন
সারা সপ্তাহের ব্যস্ততার কারণে পরিবারকে ঠিকমতো সময় দেওয়া হয় না। তাই ছুটির দিনটিতে তাদের সময় দিন। বেরিয়ে পড়ুন ঘুরতে কিংবা নিজেই কিছু রান্না করে পরিবারের সবার সঙ্গে একসাথে খেতে পারেন। বাচ্চাদের সময় দিন। বাসায় বয়স্ক কেউ থাকলে তাকে সময় দেওয়ার চেষ্টা করুন। হয়তো সে সারা সপ্তাহ অপেক্ষা করে আপনার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য।