সাঁঝবেলার শাড়ি, পৌঁছাবে আপনার বাড়ি
টাঙ্গাইলের শাড়ি কিনতে চান? কষ্ট করে আর মার্কেটে যেতে হবে না। এখন ঘরে বসেই অনলাইনে বিভিন্ন রকম আকর্ষণীয় ডিজাইনের টাঙ্গাইলের শাড়ি কিনতে পারবেন। এ ক্ষেত্রে আপনার কেনাকাটা সহজ করবে ‘সাঁঝবেলা’। ‘SajhBela-i -র (সাঁঝবেলা) শাড়ি, পৌঁছাবে আপনার বাড়ি’। এই স্লোগান নিয়ে যাত্রা শুরু হলো শুধু অনলাইন শপিং শাড়ির প্রতিষ্ঠান ‘সাঁঝবেলা’।
অনলাইনে সাঁঝবেলার বিভিন্ন কালেকশন দেখে অর্ডার করলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দের টাঙ্গাইল শাড়ি। এখানে বিভিন্ন রকমের সুতি, ফুল সিল্ক, জামদানি, গ্যাস কটন, তসর কটন, ডেনু সিল্ক, পিওর সিল্ক, দোতারি জামদানি, সুতি জামদানির সম্ভার রয়েছে।
এ ছাড়া এখন চলছে সাঁঝবেলার বৈশাখী শাড়ির কালেকশন। অত্যন্ত সুলভমূল্যে বাহারি বৈশাখী শাড়ি মিলবে সাঁঝবেলা অনলাইন শপিংয়ে।
ঢাকার মধ্যে অর্ডারের ৪৮ ঘণ্টা ও ঢাকার বাইরে ৭২ ঘণ্টায় শাড়ি পৌঁছে যাবে আপনার হাতে। পছন্দের শাড়ি হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করা যাবে।